শিরোনাম
নির্বাচনের সময় ঘোষণা ছাড়া জাতির উদ্দেশে ভাষণে আরও যা বললেন প্রধান উপদেষ্টানির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানাল বিএনপিপ্রতিবাদের মুখে শিবিরের প্রদর্শনী থেকে সরানো হলো দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবিসে আমার জীবন শেষ করেছে—কার কথা বললেন পুতিনের কথিত কন্যা‘আমরা চেয়েছি পদত্যাগ, আপনি করেছেন দেশত্যাগ’এশিয়া কাপে আফগানিস্তান দলে নেই বাংলাদেশের ‘আতঙ্ক’জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন পুনর্গঠনআন্দোলনে যারা রাস্তায় ছিল, তারাই জুলাইয়ের আসল মাস্টারমাইন্ড: প্রকাশনা উৎসবে বক্তারাপাকিস্তানের সিন্ধু নদ পানিশূন্য, বাস্তুচ্যুত ১২ লাখ মানুষখুলনায় চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

ট্রাম্প হোটেলের সামনে সাইবারট্রাকে বিস্ফোরণ, হতাহত ৮

ট্রাম্প হোটেলের সামনে সাইবারট্রাকে বিস্ফোরণ, হতাহত ৮

যুক্তরাষ্ট্রে ট্রাকচাপায় ১৫ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরেই লাস ভেগাসে অবস্থিত ট্রাম্প হোটেলের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। টেসলার একটি সাইবারট্রাকে বিস্ফোরণের ঘটনায় গাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল সাংবাদিকদের বলেন, বড় বিস্ফোরণের আগে বৈদ্যুতিক গাড়িটি ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাঁচের প্রবেশপথ পর্যন্ত চলে যায়।

ভিডিও ফুটেজে দেখা গেছে, হোটেলের প্রবেশপথের সামনে সাইবার ট্রাকটিতে ছোট বিস্ফোরণ ঘটে। এরপর সেটি থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

ম্যাকমাহিল জানান, সাইবার ট্রাকের ভেতরে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং সাতজন সামান্য আহত হয়েছেন।

এদিকে, এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে টেসলার প্রধান ইলন মাস্ক দাবি করেছেন, বিস্ফোরণটি আতশবাজি কিংবা বোমা থেকে সৃষ্ট। এটি গাড়ির সঙ্গে সম্পর্কিত নয় বলেও দাবি করেছেন তিনি।

বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ।

 

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button