যুক্তরাষ্ট্রে ট্রাকচাপায় ১৫ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরেই লাস ভেগাসে অবস্থিত ট্রাম্প হোটেলের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। টেসলার একটি সাইবারট্রাকে বিস্ফোরণের ঘটনায় গাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল সাংবাদিকদের বলেন, বড় বিস্ফোরণের আগে বৈদ্যুতিক গাড়িটি ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাঁচের প্রবেশপথ পর্যন্ত চলে যায়।
ভিডিও ফুটেজে দেখা গেছে, হোটেলের প্রবেশপথের সামনে সাইবার ট্রাকটিতে ছোট বিস্ফোরণ ঘটে। এরপর সেটি থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।
ম্যাকমাহিল জানান, সাইবার ট্রাকের ভেতরে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং সাতজন সামান্য আহত হয়েছেন।
এদিকে, এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে টেসলার প্রধান ইলন মাস্ক দাবি করেছেন, বিস্ফোরণটি আতশবাজি কিংবা বোমা থেকে সৃষ্ট। এটি গাড়ির সঙ্গে সম্পর্কিত নয় বলেও দাবি করেছেন তিনি।
বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]