শিরোনাম
বিআইটির আদলে স্বায়ত্তশাসনের দাবিতে আমরণ অনশনে চার ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকচুরির আশঙ্কায় রাত জেগে গ্রামবাসীর পাহারা, থানায় গিয়ে বিক্ষোভআনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ, তালাচাকসুর নতুন গঠনতন্ত্রে নারীবিদ্বেষ স্পষ্ট: ছাত্রদলচলনবিল রক্ষায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থানান্তরের দাবিঋণ দেওয়ার দিন জমা টাকা নিয়ে লাপাত্তা ভুয়া এনজিওজিতলেই পাচ্ছেন অর্থ, সেমিতে উঠলে বাড়িও পাবেন কেনিয়ান ফুটবলাররাডুমুরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ২ কোটি টাকার আইস উদ্ধার, আটক দুজনমায়ের কথা বলে কাঁদলেন ছাগলকাণ্ডের মতিউর, আদালত বললেন ধৈর্য ধরতে

ছবিকে সরাসরি থ্রিডি মডেলে রূপান্তর করবে মাইক্রোসফটের এআই

ছবিকে সরাসরি থ্রিডি মডেলে রূপান্তর করবে মাইক্রোসফটের এআই

Ajker Patrika

ছবিকে সরাসরি থ্রিডি মডেলে রূপান্তর করবে মাইক্রোসফটের এআই

আজকের পত্রিকা ডেস্ক­

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৪: ১৪

Photo

গোপনীয়তা ও কপিরাইট-সংক্রান্ত বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে মাইক্রোসফট। ছবি: পিপল ম্যাটারস

সাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুল তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।

থ্রিডি মডেলটি তৈরি হবে জিবিএল ফরম্যাটে, যা সরাসরি ব্যবহার করা যাবে অ্যানিমেশন, গেমিং, থ্রিডি প্রিন্টিংসহ বিভিন্ন কাজে। ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে কোপাইলট থ্রিডি টুলটি। এটি সহজেই কোপাইলটের ওয়েবসাইটে গিয়ে ব্যবহার করা যাবে। টুলটি ব্যবহার করতে হলে একটি ব্যক্তিগত মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে।

বিশ্বব্যাপী উন্মুক্ত এই টুল ব্যবহার করা যাচ্ছে একেবারে বিনা মূল্যে। তবে এখানে প্রম্পট দিয়ে থ্রিডি মডেল তৈরির কোনো অপশন নেই; কেবল ব্যবহারকারীর আপলোড করা ছবির মাধ্যমেই কাজ করে এটি।

মাইক্রোসফট জানিয়েছে, কোপাইলট থ্রিডি ব্যবহারের জন্য অবশ্যই ছবি নিজস্ব হতে হবে বা ছবির ব্যবহারাধিকারের মালিক হতে হবে ব্যবহারকারীকে। তৈরি হওয়া থ্রিডি মডেলগুলো থাকবে ‘মাই ক্রিয়েশনস’ নামক পেজে। এগুলো ২৮ দিন পর্যন্ত সংরক্ষিত থাকবে এবং ব্যবহারকারী চাইলে তা নিজে থেকেই মুছে ফেলতে পারবেন।

প্রতিষ্ঠানটি আরও নিশ্চিত করেছে, আপলোড করা ছবিগুলো কেবল থ্রিডি মডেল তৈরির কাজেই ব্যবহার করা হবে। এগুলো এআই প্রশিক্ষণ বা ব্যক্তিগত করণে ব্যবহৃত হবে না।

গোপনীয়তা ও কপিরাইট-সংক্রান্ত বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে মাইক্রোসফট। কোপাইলট কোড অব কন্ডাক্ট বা প্রতিষ্ঠানের শর্তাবলি লঙ্ঘন করে কেউ ছবি আপলোড করলে তাঁর কোপাইলট ব্যবহারে নিষেধাজ্ঞাও আসতে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button