শিরোনাম
কিউবার অভিষেক, সিরিয়ার ক্লাবকে হারিয়ে মূলপর্বে বসুন্ধরামালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর টাকা আত্মসাৎকারীদের দায়মুক্তি উদ্বেগজনক: বিসিএসএমস্কুলে ঢুকে শিক্ষককে পেটালেন আ.লীগ নেতার ভাতিজাভারতের ১৪০ কোটি মানুষ প্রস্রাব করলে পাকিস্তানে সুনামি হবে: বিলাওয়াল ভুট্টোকে মিঠুন চক্রবর্তীউত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তারফেসবুক লাইভে এসে রক্তাক্ত ডাক্তারের বাঁচার আকুতিউইন্ডোজ ব্যবহারকারীদের গুগল ক্রোম ব্যবহারে সতর্ক করল মাইক্রোসফটআসিম মুনির স্যুট পরা ওসামা বিন লাদেন: সাবেক পেন্টাগন কর্মকর্তামার্কিন শুল্কের ঘা খেয়ে পুতিন-জেলেনস্কির সঙ্গে মোদির ফোনালাপ, পরবর্তী কৌশল কীগোপালগঞ্জে তদন্ত শুরু বিচার বিভাগীয় কমিটির

জিতলেই পাচ্ছেন অর্থ, সেমিতে উঠলে বাড়িও পাবেন কেনিয়ান ফুটবলাররা

জিতলেই পাচ্ছেন অর্থ, সেমিতে উঠলে বাড়িও পাবেন কেনিয়ান ফুটবলাররা

বিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ। আর কোয়ার্টার ফাইনাল জিতলে প্রতিটি খেলোয়াড়কে দেওয়া হবে বাড়িও।

প্রতিযোগিতার শুরুর দিকে রুটো প্রতিটি জয়ের জন্য খেলোয়াড় প্রতি ১০ লাখ শিলিং (৭ হাজার ৭৫৩ মার্কিন ডলার) দেওয়ার ঘোষণা দিয়েছিলেন উইলিয়াম রুটো। কিন্তু গত সোমবার সে পুরস্কারের অর্থ বাড়িয়ে করা হয়েছে ২৫ লাখ শিলিং (১৯ হাজার ৩৫০ ডলার)। এখানেই শেষ নয়, কোয়ার্টার ফাইনালে জিততে পারলে খেলোয়াড়রা আরও ১০ লাখ শিলিং করে পাবেন। পাবেন দুই রুমের একটি বাড়িও।

প্রথমবারের মতো তিনটি পূর্ব আফ্রিকান দেশ—কেনিয়া, তানজানিয়া ও উগান্ডায় এবার হচ্ছে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলে চমক দেখিয়েছে ‘এ’ গ্রুপে থাকা কেনিয়া। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা কেনিয়া গত রোববার আফ্রিকার ফুটবল পরাশক্তি মরক্কোকে ১-০ গোলে হারিয়ে দিয়ে বড় চমক দেখায়। এরপরই আসে খেলোয়াড়দের জন্য বাড়তি বোনাসের ঘোষণা।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button