শিরোনাম
মগবাজারে শিশু ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তারমালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টাফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন, রায়ে অসন্তুষ্ট স্বজনেরাসার্জেন্ট দেখে গাড়ি টান দেয় কিশোর হেলপার, চাপা পড়া নারীর ঢামেকে মৃত্যুশাজাহানপুরে দুই ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মৃত্যু: জামিন পেলেন এসআই আকবরআগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর২৬ দিন পর অপহৃত ছাত্রীকে উদ্ধার, তরুণ গ্রেপ্তারপ্রধানমন্ত্রী, বিচারপতি, গভর্নর, খতিব—অনেকে দুর্নীতির কারণে দেশ ছেড়েছেন: দুদক চেয়ারম্যানচলতি বছর মব সন্ত্রাসে নিহত ১১১ জন: আসক

বরিশালে অবৈধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের অটোরিকশা চলাচল

প্রশাসনিক নীরবতা প্রশ্নবিদ্ধ

বরিশালে অবৈধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের অটোরিকশা চলাচল

বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় অবৈধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাংলাদেশ বিভিন্ন স্থান থেকে এসে রিকশা ও অটোরিকশা চালিয়ে শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। যেহেতু এখানে অটো এবং রিকশার কোনো সুনির্দিষ্ট চিহ্নিতকরণ বা নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই, তাই তারা সহজেই শহরের বিভিন্ন রাস্তায় চলাচল করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অটোরিকশা চালক জানিয়েছেন, “আওয়ামী লীগের লোকেরা পুরো শহরে ছড়িয়ে পড়ছে এবং তাদের সাথে অন্য সাধারণ মানুষও এসে অটো এবং রিকশা চালাচ্ছে।”

এই সন্ত্রাসী গোষ্ঠী অন্যান্য স্থান থেকে এসে বরিশাল শহরে ঢুকে পড়ছে এবং শহরের অন্যান্য জায়গায় অপেক্ষাকৃত বেশি ভাড়া আদায় করছে। এদিকে, শহরের অটোরিকশা ও রিকশার সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়ার কারণে পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ ব্যাপারে অনেকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া হলেও এখনো কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। একজন অটোরিকশা চালক জানান, “আমরা বহুবার জানিয়েছি, কিন্তু কোনো তালিকা বা নির্দেশনা আমাদের দেওয়া হয়নি। সুতরাং, এর কারণ কী হতে পারে, সেটা নিয়ে জনগণের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে।”

এ পরিস্থিতি নিয়ে জনমনে নানা উদ্বেগ দেখা দিয়েছে, এবং নগরবাসী বলছেন, প্রশাসনের এই নীরবতা শহরের পরিবহন ব্যবস্থাকে আরও বিশৃঙ্খল করে তুলছে। নাগরিকদের দাবি, অবিলম্বে সঠিক ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে, যাতে অটোরিকশা ও রিকশার চলাচল সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং শহরের পরিবহন ব্যবস্থা পুনরায় স্বাভাবিক হয়।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button