শিরোনাম
৮ মাস পর বুকের ধন ফিরে পাওয়ার আনন্দ বিষাদে রূপ নেয় জরিনারকক্সবাজার থেকে বান্দরবানে সারজিস আলমক্ষমতা থাকলে বাবরকে টি-টোয়েন্টিতে নিতেন ওয়াসিমদোকানে ঢুকে পড়ল অ্যাম্বুলেন্স, নিহত ১ডিসেম্বরের প্রথমার্ধেই সংসদ নির্বাচনের তফসিল: ইসি সানাউল্লাহবসতবাড়িতে আসছে বিষধর সাপ, দংশনে এক মাসে ১১ জনের মৃত্যুআসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে ভোটার হওয়া যাবে ৩১ অক্টোবর পর্যন্ত: ইসি সানাউল্লাহ‘প্রধান উপদেষ্টাকে সেনা ক্যুর ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে রাখছেন উপদেষ্টারা’বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেল বিএমডিএতোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

মা হারালেন ব্র্যাড পিট

মা হারালেন ব্র্যাড পিট

বিখ্যাত হলিউড অভিনেতা ব্র্যাড পিটের মা জেন পিট মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘকাল ধরে ছেলে ব্র্যাড পিটের সঙ্গে বিভিন্ন রেড কার্পেট অনুষ্ঠান ও উচ্চ পর্যায়ের আয়োজনে উপস্থিত হয়ে তাঁকে সমর্থন জানিয়ে আসছিলেন। এখনো পর্যন্ত জেনের মৃত্যুর সঠিক কারণ প্রকাশ করা হয়নি।

যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ১৯৬২ সালে জেন ইটা (কন্যা-নাম) বিয়ে করেন উইলিয়াম আলভিন পিটকে। তাঁরা ওকলাহোমা ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে পরিচিত হন। তাঁদের প্রথম সন্তান ব্র্যাড পিটের জন্ম হয় ১৯৬৩ সালে। পরবর্তীতে আরও দুই সন্তান ডগ এবং জুলি-সহ তাঁরা ওকলাহোমা ও পরে মিজৌরির স্প্রিংফিল্ডে বসবাস করতেন।

গ্র্যামি জেন পিটের সঙ্গে সিডনি পিট
গ্র্যামি জেন পিটের সঙ্গে সিডনি পিট

ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে জেন পিটের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর নাতনি সিডনি পিট। তিনি লিখেছেন, ‘আমার প্রিয় গ্র্যামি, জেন ইটা, আমরা এখনো তোমাকে বিদায় দিতে প্রস্তুত ছিলাম না। কিন্তু এটা জেনে কিছুটা স্বস্তি পাই যে, তুমি এখন আবার গাইতে, নাচতে আর ছবি আঁকতে পারবে।’

তিনি আরও লিখেছেন, ‘যারা গ্র্যামিকে চিনতেন, তারা জানতেন—তার হৃদয় ছিল বিশাল। তিনি সবাইকে ভালোবাসতেন নিঃস্বার্থভাবে। তিনি আমাকে শিখিয়েছেন—কীভাবে ছবি আঁকতে হয়, কীভাবে শক্ত হতে হয়, দরদ দিয়ে নেতৃত্ব দিতে হয়, সবকিছুর মধ্য দিয়ে যিশুকে ভালোবাসতে হয়, আর ছোট ছোট ব্যাপারেও আনন্দ খুঁজে নিতে হয়। তিনি আমাদের জন্য মজার সব খেলা তৈরি করতেন, যাতে আমরা হাসি।’

সিডনি তাঁর ‘স্পেশাল ডে’-এর স্মৃতিও শেয়ার করেছেন। এতে দেখা যায়, তাঁরা সকালে আইসক্রিম দিয়ে দিন শুরু করতেন, খেলাধুলা, হস্তশিল্প, পার্কে রাইড, ডিনারে অলিভ গার্ডেন, মিনি গলফ এবং শেষে সিনেমা দেখে ঘুমিয়ে পড়তেন।

সিডনি লেখেন, ‘গ্র্যামি আমাদের ১৪ জন নাতি-নাতনির সঙ্গেই তাল মিলিয়ে চলতেন। ভালোবাসায় তার কোনো সীমা ছিল না। যারা একবারও তার সংস্পর্শে এসেছেন, তারা তা অনুভব করেছেন। আমরা জানি না তার অনুপস্থিতিতে কীভাবে এগিয়ে যাব, কিন্তু জানি তিনি রয়ে গেছেন—প্রতিটি তুলির আঁচড়ে, প্রতিটি সদয় আচরণে, প্রতিটি হামিংবার্ডের ডানায়। তিনি ছিলেন ভালোবাসার বিশুদ্ধতম রূপ।’

মায়ের মৃত্যুর বিষয়ে ব্র্যাড পিটের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button