শিরোনাম

‘বাংলাদেশের কাছে পাকিস্তানের এভাবে হেরে যাওয়া উচিত হয়নি’

‘বাংলাদেশের কাছে পাকিস্তানের এভাবে হেরে যাওয়া উচিত হয়নি’

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শেষের পর প্রায় ২ সপ্তাহ হতে চলল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা দারুণ খেলছে পাকিস্তান। কিন্তু বাংলাদেশের কাছে সিরিজ হারটা যেন কিছুতেই ভুলতে পারছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। রমিজ রাজার মতো রশিদ লতিফও সমালোচনা করেছেন পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে।

পাকিস্তান সিরিজ শুরুর আগে বাংলাদেশের অনুপ্রেরণা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়। লঙ্কাজয়ী দল নিয়েই বাংলাদেশ ঘরের মাঠে খেলেছে পাকিস্তানের বিপক্ষে। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের বোলিংয়ে হাঁসফাঁস করেছেন পাকিস্তানি ব্যাটাররা। যেখানে মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান হেরেছে ৮ রানে। শেষ ম্যাচটা ৭৪ রানে জিতে ধবলধোলাই এড়িয়েছে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান।

বাংলাদেশ সিরিজ শেষ হওয়ার পরপরই পাকিস্তান উড়াল দেয় ফ্লোরিডার উদ্দেশ্যে। লডারহিলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তান জিতেছে ২-১ ব্যবধানে। যার মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি উইন্ডিজ শেষ বলে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে রশিদ বার্তা সংস্থা আইএএনএসকে বলেন, ‘আমাদের (পাকিস্তান) ক্রিকেট বেশ অধারাবাহিক। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের কাছে যে ম্যাচগুলো হেরেছি, সেই ম্যাচগুলো হারা উচিত হয়নি।’

পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান হয়েছেন এ বছরই। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে আশানুরূপ পারফরম্যান্স তিনি করতে পারছেন না। সালমানের ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ না হতে পারার কারণ খুঁজতে গিয়ে রশিদ বলেন, ‘আমাদের অধিনায়ক হয়তো ভালো। কিন্তু তিন ফরম্যাটেই খেলা সহজ ব্যাপার নয়। আমাদের প্রতিভাবান ক্রিকেটার আছে কিন্তু সঠিক সিদ্ধান্ত এখনো নিতে পারছি না।’

এবারের এশিয়া কাপে ‘এ’ গ্রুপে পড়েছে ভারত-পাকিস্তান। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। গ্রুপে সংযুক্ত আরব আমিরাত-ওমানের মতো প্রতিপক্ষ রাখার মানে যে ভারত-পাকিস্তানের একাধিকবার মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি করা, সেটা না বললেও চলছে। রশিদের মতে এবারের এশিয়া কাপ পাকিস্তানের জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। রশিদ বলেন, ‘১৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচটা পাকিস্তানের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। এশিয়া কাপটা কোনো ঝামেলা ছাড়া যেন ভালোভাবে শেষ হয়, সেটাই আশা করছি।’

টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান। শুক্রবার ত্রিনিদাদে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ১০ ও ১২ আগস্ট হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। এরপর শারজায় আরব আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজটি টি-টোয়েন্টি সংস্করণে হওয়ায় এশিয়া কাপের জন্য পাকিস্তানের ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগ। কারণ, ২০২৫ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে।

পাকিস্তানের দুশ্চিন্তা বাড়িয়েছে ফখর জামানের চোট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং দিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ফখর। পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার গতকাল ফ্লোরিডার লডারহিলে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারেননি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের গতকালের এক প্রতিবেদনে জানা গেছে, আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপে ফখরের খেলা নিয়ে সংশয় রয়েছে। সেক্ষেত্রে বাবর আজমের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টিতে বাবরের পারফরম্যান্স আশা জাগানিয়া নয়। ১২৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৯.৮৩ গড়ে ৪২২৩ রান করলেও তাঁর স্ট্রাইকরেট ১২৯.২২। অন্যদিকে সাহিবজাদা ফারহান বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ দুই দলের বিপক্ষেই টি-টোয়েন্টিতে বিস্ফোরক ফিফটি করেছেন। হাসান নাওয়াজ বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর ফর্মে ফিরেছেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button