শিরোনাম
যেসব আমলে সংসারে শান্তি আসেট্রাম্পের চাপে যুক্তরাষ্ট্রে আরও ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে অ্যাপলরামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলি, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলগাজায় তীব্র রক্তসংকট, বাড়ছে ইসরায়েলি হামলা ও অনাহারে মৃত্যুর সংখ্যামাদারীপুরে ভিমরুলের কামড়ে প্রাণ গেল শিশুরলৌহজংয়ে বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাবভারতের দুশ্চিন্তা বাড়িয়ে ফের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধানতীব্র স্রোতে কর্ণফুলীতে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরানারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতা আটকনারীঘটিত কেলেঙ্কারিতে কোচ ৯ মাস বরখাস্ত

কবিকে শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্রসংগীত গাইলেন শফিক তুহিন

কবিকে শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্রসংগীত গাইলেন শফিক তুহিন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে রবীন্দ্রসংগীত গাইলেন সুরকার, গীতিকার ও সংগীতশিল্পী শফিক তুহিন। তাঁর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী বন্নি হাসান। কবির ‘তুমি রবে নীরবে’ গানটি গেয়েছেন তাঁরা দুজন। সংগীত আয়োজন করেছেন সালমান জেইম। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন শুভব্রত সরকার। আজ দুপুরে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।

শফিক তুহিন জানিয়েছেন, তুমি রবে নীরবে গানটির ভিডিওতে মডেল হয়েছেন জান্নাতি লিয়া। কোরিওগ্রাফি করেছেন ইমরুল হাসান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লোকেশনে ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে।

রবীন্দ্রসংগীত গাওয়া প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ও নজরুলের গান শুনে বড় হয়েছি। রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতি ভালোবাসাটা তাই ছোটবেলা থেকেই তৈরি হয়ে আছে। বড় হয়ে যতই রবীন্দ্রনাথকে জেনেছি-বুঝেছি, ততই তাঁর সৃষ্টির প্রতি মুগ্ধতা বেড়েছে। বিশ্বকবির প্রয়াণ দিবসে এই গান তাঁর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন। আগেও আমার কণ্ঠে একটি রবীন্দ্রসংগীত প্রকাশ করেছিলাম। সেটা প্রায় ছয় বছর আগে। গানটি ছিল “সুরের ধারা”। তুমি রবে নীরবে গানটিতে আমার সঙ্গে গেয়েছেন বন্নি হাসান। তিনিও খুব ভালো গান করেন। সব মিলিয়ে দর্শক-শ্রোতার ভালো লাগলেই আমাদের এই নিবেদন সার্থক হবে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button