শিরোনাম

মঞ্জু সরকারের উপন্যাস অবলম্বনে শিশুতোষ সিনেমা ‘মস্ত বড়লোক’

মঞ্জু সরকারের উপন্যাস অবলম্বনে শিশুতোষ সিনেমা ‘মস্ত বড়লোক’

২০১৬ সালে প্রকাশ পেয়েছিল কথাসাহিত্যিক মঞ্জু সরকারের কিশোর উপন্যাস ‘মস্ত বড়লোক’। এবার উপন্যাসটি আসছে বড় পর্দায়। একই নামে শিশুতোষ সিনেমা বানাচ্ছেন আঁকা রেজা গালিব। ২০২২-২৩ অর্থবছরের শিশুতোষ শাখায় সরকারি অনুদান পেয়েছিল মস্ত বড়লোক। ইতিমধ্যে শেষ হয়েছে শুটিং। এখন চলছে সম্পাদনার কাজ।

সিরাজ নামের এক কিশোরকে কেন্দ্র করে গড়ে উঠেছে মস্ত বড়লোক সিনেমার গল্প। এতে দেখা যাবে, গ্রামের গরিব খেতমজুরের ছেলে সিরাজ। সে মস্ত বড়লোক হওয়ার স্বপ্ন দেখে। হাইস্কুলের গণ্ডি পেরিয়েই ধনী হওয়ার স্বপ্নে ছুটে যায় রাজধানীতে। সেখানে তার খালা কাজের বুয়া আর খালু কাজ করে একটি অ্যাপার্টমেন্ট-বাড়ির দারোয়ান হিসেবে। তাদের বস্তিঘরে আশ্রয় পেয়ে শুরু হয় সিরাজের স্বপ্নপূরণের সংগ্রাম। টাকা রোজগারের আশায় নগরীর পথে পথে সৌভাগ্যের চাবিকাঠি খুঁজে বেড়ায় সিরাজ। একসময় প্রতারণার ফাঁদে পড়ে। মজার এবং কঠিন বাস্তবতার মুখোমুখি হতে থাকে প্রতিদিন।

অবশেষে এক ধনী পরিবারের বাড়িতে তাদের পাগল ছেলেকে সেবা করার চাকরি পায় সিরাজ। সেই পাগল যুবক সিরাজকে বিদ্রোহ করার পথ দেখায়। বড়লোক মনিবের অত্যাচার ও পাগলামি অসহ্য হয়ে উঠলে সত্যিই একদিন বিদ্রোহী হয়ে ওঠে সিরাজ। অনেক টাকার মালিক ও বড়লোক হওয়ার সুযোগ প্রত্যাখ্যান করে আবারও বাঁচার সংগ্রামে রাস্তায় নামে সিরাজ।

মস্ত বড়লোক সিনেমার চিত্রনাট্য লিখেছেন বিপু পাল। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আকাশ হোসেন। আরও অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার, এ কে আজাদ সেতু, ‌সানজানা মেহরিন, শম্পা রেজা, সুব্রত ফারদিন, করভি মিজান, শিশুশিল্পী সুবাইতা প্রমুখ।

নির্মাতা আঁকা রেজা গালিব বলেন, ‘মঞ্জু সরকারের উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। চেষ্টা করেছি গল্পটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আকাশ হোসেনসহ সকল অভিনয়শিল্পী খুব ভালো করেছেন।’

কবে নাগাদ মুক্তির পরিকল্পনা করছেন—জানতে চাইলে নির্মাতা বলেন, ‘এটি সরকারি অনুদানের সিনেমা। তাই মুক্তির আগে মন্ত্রণালয়ের অনুমতির একটা বিষয় আছে। শুটিং শেষে এখন কালার ও মিউজিকের কাজ চলছে। চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সব কাজ শেষ করে মন্ত্রণালয়ে জমা দেওয়ার। সেখান থেকে অনুমতি পেলেই মুক্তির দিনক্ষণ নিয়ে পরিকল্পনা করব।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button