শিরোনাম

শেরপুরে কিশোর অটোচালকের লাশ উদ্ধার, হত্যাকাণ্ড বলছে পরিবার

শেরপুরে কিশোর অটোচালকের লাশ উদ্ধার, হত্যাকাণ্ড বলছে পরিবার

শেরপুরে গলায় রশি প্যাঁচানো অবস্থায় হোসেন আলী (১৫) নামের এক কিশোর অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) বিকেলে সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের খরখরিয়া ব্রিজসংলগ্ন রাস্তার পাশে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হোসেন আলী পার্শ্ববর্তী চককুমরী গ্রামের আইসক্রিম বিক্রেতা সিরাজ আলী ওরফে বুচার ছেলে।

স্থানীয় ও নিহত কিশোরের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে হোসেন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাত বাড়লেও সে বাড়ি ফেরেনি। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। আজ বিকেলে খরখরিয়া ব্রিজের পাশে ডোবার পানিতে অর্ধডুবন্ত ও গাছের সঙ্গে বাঁধা অবস্থায় কিশোরের লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত কিশোরের পরিবার ও এলাকাবাসীর দাবি, হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, হত্যাকারীদের চিহ্নিত করতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে তিন জোড়া জুতা উদ্ধার করা হয়েছে, যা সম্ভাব্য হত্যাকারীদের বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button