স্ত্রীর সঙ্গে কলহ, পরে মিলল স্বামীর ঝুলন্ত লাশ


রাউজানে মো. মিন্টু মিয়া (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি কলোনির ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মিন্টু মিয়া নেত্রকোনা সদরের কারলী এলাকার মো. আবু সাহেদের ছেলে।
পরিবার ও পুলিশ জানায়, এক মাস আগে দেশে ফিরেন মিন্টু মিয়ার ওমানপ্রবাসী স্ত্রী ঝিনু আকতার। স্ত্রীর অন্য লোকের সঙ্গে সম্পর্ক সন্দেহে তাঁদের মধ্যে কলহ চলছিল। গতকাল রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন মিন্টু। স্ত্রী-সন্তানেরা একই কলোনিতে মিন্টুর শ্বশুর আবুল কাশেমের বাসায় চলে যান। পরে নিজের বাসায় ফিরে মন্টুর ঝুলন্ত লাশ দেখতে পায় তাঁর কিশোরী মেয়ে। তার চিৎকারে এলাকার লোকজন সেখানে ছুটে যান। ফায়ার সার্ভিস ও রাউজান থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাউজান ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।