শিরোনাম
অবৈধ সম্পদ অর্জনের মামলায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কারাগারেঅবৈধ সম্পদ অর্জনের মামলায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কারাগারেইকুয়েডরের প্রাকৃতিক স্বর্গ হঠাৎ অস্তিত্ব সংকটে, নেপথ্যে বিপুল সোনাশাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল বিমানের প্রথম ফ্লাইটপাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফরে ১৯৭১ সালের বিষয় তুলবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টামিসরের ‘ভিসা অন অ্যারাইভাল’ পেতে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনাযে পুলিশ বাহিনী আমাদের সন্তানদের গুলি করে, আমি সেই বাহিনী চাই না: মৎস্য উপদেষ্টাপ্রতিবেদনের একাংশের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্যইন্টারনেট ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে বোনকে গুলি করে হত্যা করেন ভাই: পুলিশসার্ফ এক্সেলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া

পূর্ব সুন্দরবনে ট্রলার-নৌকাসহ ১০ জেলে আটক

পূর্ব সুন্দরবনে ট্রলার-নৌকাসহ ১০ জেলে আটক

বাগেরহাটের শরণখোলা পূর্ব সুন্দরবনে পৃথক অভিযানে ১০ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় দুটি ট্রলার, নৌকা, কীটনাশকসহ বিপুল মাছ ধরার জাল জব্দ করা হয়। আজ সোমবার আটক জেলেদের বাগেরহাটের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল রোববার ও আজ সোমবার দুবলার বড় ভ্যাদাখালি ও মেহের আলী খালে এই অভিযান চালানো হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল রাতে জেলেপল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুব্রত কুমার দাসের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে দুবলার বড় ভ্যাদাখালি ও মেহের আলী খাল থেকে দুটি ট্রলারসহ আট জেলেকে আটক করে।

আটক জেলেরা অবৈধভাবে সুন্দরবনের খালে মাছ ধরছিলেন। এ সময় বনরক্ষীরা জেলেদের কাছ থেকে ১১ বোতল কীটনাশক, বিপুল মাছ ধরার জাল, ৬৫০টি বড়শিসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করে।

আটক জেলেরা হচ্ছেন সিরাজুল (৩৫), সিকান্দার আলী (৪০), ওবায়দুল শেখ (৩৮), ওহাব (৩৮), শহিদুল (৩৫), মুহিত (৩৯), জাহিদুল (৩৭) ও আলী হাসান (৩৬)। তাঁদের বাড়ি বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ এলাকায়। আটক জেলেরা সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ শিকারের জন্য সুন্দরবনে গিয়েছিলেন।

অপরদিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরানের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলকালে গতকাল দিবাগত ভোররাতে শরণখোলা রেঞ্জের ধাবরী খাল এলাকা থেকে একটি ডিঙি নৌকাসহ দুই জেলেকে আটক করেছে। এ সময় জব্দ করা হয়েছে দুই কেজি চিংড়ি ও একটি বেড়জাল।

এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব আজকের পত্রিকাকে বলেন, সুন্দরবনে পৃথক অভিযানে আটক ১০ জেলের বিরুদ্ধে বন মামলা করা হয়েছে। আজ দুপুরে আটক জেলেদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button