শিরোনাম
অবৈধ সম্পদ অর্জনের মামলায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কারাগারেইকুয়েডরের প্রাকৃতিক স্বর্গ হঠাৎ অস্তিত্ব সংকটে, নেপথ্যে বিপুল সোনাশাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল বিমানের প্রথম ফ্লাইটপাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফরে ১৯৭১ সালের বিষয় তুলবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টামিসরের ‘ভিসা অন অ্যারাইভাল’ পেতে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনাযে পুলিশ বাহিনী আমাদের সন্তানদের গুলি করে, আমি সেই বাহিনী চাই না: মৎস্য উপদেষ্টাপ্রতিবেদনের একাংশের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্যইন্টারনেট ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে বোনকে গুলি করে হত্যা করেন ভাই: পুলিশসার্ফ এক্সেলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়ালেগুনা গাড়ি থেকে ১৯ হাজার পচা ডিম জব্দ, পরে করতোয়া নদীতে ধ্বংস

ঝলসে গেছে শিশুর শরীর, পল্লিচিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ

ঝলসে গেছে শিশুর শরীর, পল্লিচিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে।

নুরজাহান কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের ইউনুস আলীর মেয়ে।

অভিযুক্ত পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের গ্রামের সবেদের মোড় নামের স্থানে আল মদিনা নামের একটি ফার্মেসি রয়েছে। তাঁর ফার্মেসির কোনো অনুমোদন নেই বলে জানা গেছে। সেখানে চেম্বার খুলে শিশুসহ সব ধরনের রোগীর চিকিৎসা দিয়ে থাকেন। তিনি তাঁর প্রেসক্রিপশন প্যাডে ‘ডাক্তার’ লেখেন। তিনি নিজেকে জেনারেল মেডিসিন প্র্যাকটিশনার বলে দাবি করেন। এ ছাড়া নিজেকে সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক বলেও দাবি করেন তিনি।

নুরজাহানের বাবা ইউনুস আলী জানান, গত ২৯ জুলাই মেয়ের জ্বর হওয়ায় তাকে নিয়ে একই উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের সবেদের মোড় ওষুধের দোকানে যান তিনি। পল্লিচিকিৎসক আলমগীর নুরজাহানকে দেখে তিন প্রকারের ওষুধ দেন। এসব ওষুধ সেবনের পর থেকে নুরজাহানের শরীরের ছোট ছোট ফোঁসকা পড়তে থাকে। দিনের ব্যবধানে সারা শরীর কালো হয়ে পুড়ে যাওয়ার মতো হয়ে যায়। এরপর ওই পল্লিচিকিৎসক চিকিৎসা দিতে টালবাহানা করেন। দুই দিনের মাথায় নুরজাহানের শরীরের ত্বক উঠে যেতে থাকে এবং ক্ষতের সৃষ্টি হতে থাকে। পরে ১ আগস্ট তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

ইউনুস আলী বলেন, ‘আলমগীরের দেওয়া ওষুধ খাওয়ার পর মেয়ের শরীর ঝলসে যেতে থাকলে তার সঙ্গে কয়েক দফা যোগাযোগ করি। কিন্তু সে টালবাহানা করে এড়িয়ে যায়। পরে মেয়েকে রংপুর মেডিকেলে ভর্তি করি। মেয়ে এখন যন্ত্রনায় কাতরাচ্ছে।’

এ ব্যাপারে পল্লিচিকিৎসক আলমগীর হোসেন দাবি করেন, তিনি ভুল চিকিৎসা দেননি। তিনি জ্বরের কয়েকটি ওষুধ দিয়েছেন মাত্র। মাত্রাতিরিক্ত প্রয়োগে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এমন হয়েছে কি না জানেন না তিনি।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা সুজন সাহা বলেন, ‘বিযয়টি জানার পর ওই পল্লিচিকিৎসকের ফার্মেসিতে খোঁজ নিতে আমাদের লোক পাঠানো হয়েছিল। কিন্তু তিনি ফার্মেসি বন্ধ করে পালিয়েছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কুড়িগ্রামের সিভিল সার্জন স্বপন কুমার রায় বলেন, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নির্ণয়ের জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে টিম রয়েছে। তারা প্রতিবেদন দিলে পরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button