শিরোনাম
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফরে ১৯৭১ সালের বিষয় তুলবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টামিসরের ‘ভিসা অন অ্যারাইভাল’ পেতে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনাযে পুলিশ বাহিনী আমাদের সন্তানদের গুলি করে, আমি সেই বাহিনী চাই না: মৎস্য উপদেষ্টাপ্রতিবেদনের একাংশের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্যইন্টারনেট ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে বোনকে গুলি করে হত্যা করেন ভাই: পুলিশসার্ফ এক্সেলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়ালেগুনা গাড়ি থেকে ১৯ হাজার পচা ডিম জব্দ, পরে করতোয়া নদীতে ধ্বংসচট্টগ্রামে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডশেরপুরে কিশোর অটোচালকের লাশ উদ্ধার, হত্যাকাণ্ড বলছে পরিবারট্র্যাকে লাইলসের কাণ্ড, ধাক্কা দিলেন বেডনারেক

বেরোবিতে শিক্ষার্থীকে যৌন হয়রানি, অধ্যাপক বরখাস্ত

বেরোবিতে শিক্ষার্থীকে যৌন হয়রানি, অধ্যাপক বরখাস্ত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক নারী শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১৩তম সভার সিদ্ধান্তক্রমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী আজকের পত্রিকাকে বলেন, যত বড় ব্যক্তিই হোন না কেন, যৌন হয়রানির বিষয়ে ক্যাম্পাসে জিরো টলারেন্স করা হয়েছে। এ ধরনের অপরাধ থেকে কেউ যেন পার না পান, সে জন্য বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button