শিরোনাম
শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী হলেন জুলাই আন্দোলনে পঙ্গু হওয়া ইমরানভারত-ইংল্যান্ড টেস্টের রোমাঞ্চকর শেষটা দেখবেন কোথায়৫ আগস্ট ঘিরে কোনো সমস্যা নেই, তবুও আমরা সতর্ক আছি: স্বরাষ্ট্র উপদেষ্টাহঠাৎ করেই বড় ধাক্কা খেল পাকিস্তাননাসারও আছে নিজস্ব যুদ্ধবিমানের বহর, কী কাজে ব্যবহার করেঅবশেষে বঙ্গবন্ধুর ছবি নামালেন প্রধান শিক্ষিকা, শিক্ষা অফিস থেকে তদন্তআটাবের কার্যনির্বাহী কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ দিল বাণিজ্য মন্ত্রণালয়সুনামগঞ্জে বাস ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ, অনির্দিষ্টকালের ধর্মঘটফ্রিজের বরফ পরিষ্কারের ৭ সহজ উপায়পাপ মোচনের কার্যকর উপায়—নেক কাজ ও তওবা

কষ্টের দিনগুলো পেরিয়ে সাফল্যের শীর্ষে আই ইউ

কষ্টের দিনগুলো পেরিয়ে সাফল্যের শীর্ষে আই ইউ

দক্ষিণ কোরিয়ার মিউজিক ইন্ডাস্ট্রিতে এ মুহূর্তে সবচেয়ে বড় নাম লি জি উন। সারা বিশ্ব যাঁকে চেনে আই ইউ নামে। ২০০৮ সালে মাত্র ১৫ বছর বয়সে সংগীতের দুনিয়ায় পা রাখেন। গত দেড় যুগে তিনি হয়ে উঠেছেন দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ধনী সংগীতশিল্পী। তবে এই অবস্থানে আসতে তাঁকে পেরোতে হয়েছে দারিদ্র্য, প্রত্যাখ্যান, প্রতারণা আর হতাশার দিনগুলো।

সেলিব্রিটি নেট ওর্থের মতে, আই ইউর মোট সম্পদ বর্তমানে ৪০-৪৫ মিলিয়ন ডলার, যা তাঁকে বিশ্বের সবচেয়ে ধনী কে-পপ আইডলে পরিণত করেছে। প্রধানত সংগীতের মাধ্যমে এই বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। পাশাপাশি ‘হোটেল ডেল লুনা’, ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিন’-এর মতো সিরিজ এবং সিনেমায় অভিনয় করে বিপুল অর্থ আয় করেছেন। অন্য শিল্পীর জন্য গানও লিখেছেন তিনি। এ ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েও কাজ করেন আই ইউ।

সিউলে এক দরিদ্র পরিবারে ১৯৯৩ সালে জন্ম আই ইউর। তাঁর মা-বাবা তখন ঋণে জর্জরিত। সন্তানদের ভালোভাবে মানুষ করার সামর্থ্য তাঁদের ছিল না। বাধ্য হয়ে আই ইউ এবং তাঁর ছোট ভাইকে পাঠিয়ে দেওয়া হয় দাদির কাছে। তাঁর সঙ্গে একটি ছোট, ঘিঞ্জি বাড়িতে কেটেছে তাঁর শৈশবের বেশির ভাগ সময়। চুলের ক্লিপ বানিয়ে বাজারে বিক্রি করে যে যৎসামান্য অর্থ আসত, তা দিয়েই চলত সংসার।

আই ইউ বলেন, ‘আমি এতই হতাশায় থাকতাম যে অনেক ছোটখাটো বিষয়েও অন্তর কেঁপে উঠত। আমি আসলেই অসুখী ছিলাম। দিন দিন হতাশায় তলিয়ে যাচ্ছিলাম। একসময় এমন অবস্থা হয়েছিল যে খাওয়া আর ঘুমানো ছাড়া আর কিছুই করার ছিল না।’ তবে এ পরিবেশেই আই ইউ প্রথম খুঁজে পান নিজের কণ্ঠস্বর। সংগীত নিয়ে কিছু করার স্বপ্ন বাসা বাঁধে তাঁর মনে।

শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে বিভিন্ন এজেন্সিতে অডিশন দিতে শুরু করেন আই ইউ। ওই সময় ২০টির বেশি এজেন্সি ফিরিয়ে দেয় তাঁকে। প্রতিবেশীরা উপহাস করত তাঁকে দেখলেই। তবে এই উপহাস কিংবা প্রত্যাখ্যানের চেয়েও তাঁকে বেশি কষ্ট দিয়েছিল প্রতারণা। টিভিতে অভিনয়ের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ভুয়া কোম্পানি তাঁর কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যায়।

অনেক চেষ্টার পর ১৫ বছর বয়সে লয়েন এন্টারটেইনমেন্টের (বর্তমানে কাকাও এম) সঙ্গে কাজের সুযোগ পান আই ইউ। ১০ মাসের প্রশিক্ষণের পর এই প্রতিষ্ঠান থেকে প্রকাশ পায় তাঁর প্রথম গান ‘লস্ট চাইল্ড’। এতে তেমন সাড়া মেলেনি। স্টেজে প্রথম পারফরম্যান্সেও জুটেছিল অবজ্ঞা আর অপমান। অনেক দর্শক চিৎকার করে তাঁকে মঞ্চ থেকে নেমে যেতে বলে। সেদিন অপমানিত হলেও থেমে যাননি আই ইউ।

২০১০ সালে ‘গুড ডে’ দিয়ে প্রথম সাফল্য পান তিনি। দক্ষিণ কোরিয়াজুড়ে তাঁর নাম ছড়িয়ে পড়ে। পরের বছর ‘দ্য রেড সুজ’, ‘মাই ওল্ড স্টোরি’, ‘ফ্রাইডে’ কিংবা ‘লাস্ট ফ্যান্টাসি’ গানগুলো আই ইউকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয়। ২০২০ সালের মধ্যে তিনি হয়ে ওঠেন কে-পপের অন্যতম প্রধান কণ্ঠ। এখনো তাঁর সাফল্যের গল্প জারি আছে। নিজের প্রতিভা, ক্লিন ইমেজ আর জনহিতকর কাজের মাধ্যমে আই ইউ হয়ে উঠেছেন অন্যতম জনপ্রিয় সিঙ্গার-সংরাইটার।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button