শিরোনাম
সুবিধাবঞ্চিত জুলাই শহীদের স্ত্রী-সন্তানভারত-ইংল্যান্ড টেস্টে আম্পায়ারদের দিকে অভিযোগের আঙুল ব্রডেরপশ্চিমাদের প্রস্থানে ইরাকের তেল বাণিজ্যে আধিপত্য বাড়ছে চীনা কোম্পানিরসাংস্কৃতিক সংগঠক কামাল পাশাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে ভারত: ট্রাম্পের উপদেষ্টা‘সালাহ উদ্দীন, সুজনদের মতো বড় কোচদের না আসাটা ক্ষতি’শ্রীপুরে শহরের সড়কে হাঁটুপানি, বড় বড় গর্তে ঝুঁকিপূর্ণ চলাচল৬ হাজার বছর আগের দুই বোনের ‘হাইপাররিয়েলিস্টিক’ মুখাবয়ববাংলাদেশিদের ভিসা বন্ধের এক বছর, কলকাতায় ‘মিনি বাংলাদেশ’-এর ক্ষতি ১০০০ কোটি রুপিখুবি ক্যাম্পাসে বেওয়ারিশ কুকুরের উৎপাত, আতঙ্কে শিক্ষার্থীরা

নলছিটিতে নারী মাদক কারবারি গ্রেপ্তার

নলছিটিতে নারী মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২ আগস্ট) রাতে পৌর শহরের ফেরিঘাট-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া নারীর নাম সাথী আক্তার (৩২)। তিনি ফেরিঘাট এলাকার বাসিন্দা মনির হোসেনের স্ত্রী এবং তাঁর বসতঘর থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার এসআই এল এম আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়। এ সময় সাথী আক্তারের পরিহিত পাজামার ডান পাশের কোচর থেকে একটি সিলযুক্ত জিপার ব্যাগে রাখা ৩০৫টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া ঘরের বারান্দা থেকে আরও ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে আলামত ওজন করে জব্দ করা হয়।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার সাথী আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে এবং তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button