শিরোনাম
নারায়ণগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যা, থানায় ভাশুরের আত্মসমর্পণস্কুল শিক্ষার্থীদের প্রেসিডেনশিয়াল ফিটনেস টেস্ট কী, কেন ফিরিয়ে আনলেন ট্রাম্পবগুড়ায় বিদ্যুতায়িত হয়ে মুয়াজ্জিনের মৃত্যুএলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৯১ টাকাহোয়াইট হাউসে স্বপ্নের বলরুম বানাচ্ছেন ট্রাম্প, ব্যয় ২০ কোটি ডলারমিছিলে মিছিলে এনসিপির সমাবেশে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা‘যেখানে পাবে সোজা গুলি করবে’, হাসিনার সঙ্গে তাপসের ফোনালাপসখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতকরানে ফিরতে শান্তকে কী পরামর্শ দিলেন কোচনৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর

ব্যক্তি করদাতাদের (Individual Taxpayers) জন্য আগামীকাল সোমবার থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে চার ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।

আজ রোববার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়েছে। এতে সই করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড এই আদেশ দ্বারা ৪ আগস্ট থেকে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য সব স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে (www.etaxnbf.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল।

তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা; শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র দাখিল সাপেক্ষে); বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির ক্ষেত্রে এই শর্ত শিথিল করা হয়েছে। তবে তাঁরা ইচ্ছা করলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

আদেশে আরও বলা হয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে ওই চার ধরনের করদাতারা বাদে অন্য যেকোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপ কর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে ওই করদাতা পেপার রিটার্ন (কাগজে ফরম পূরণ) দাখিল করতে পারবেন।

এনবিআর জানিয়েছে, গত বছর নির্দিষ্ট এলাকার অধিক্ষেত্রের অধীন ব্যক্তি করদাতা, সারাদেশের সব ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং কতিপয় বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলে ব্যাপক সাড়া দিয়ে ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেন।

করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য রাজস্ব বোর্ডের কর্মীরা কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সার্বক্ষণিক সেবা দেবেন।

আরও খবর পড়ুন:



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button