নাটোর চিনিকলের প্রহরীদের বেঁধে রেখে কারখানায় ডাকাতি


নাটোর চিনিকলের প্রহরীদের বেঁধে রেখে কারখানায় ডাকাতি
নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১০: ৫৬
নাটোর চিনিকলে ডাকাতি। ছবি: আজকের পত্রিকা
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাত দল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত ডাকাতির এ ঘটনা ঘটে।
চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, রোববার রাতে প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টির মধ্যে ৪০ থেকে ৫০ জনের একদল ডাকাত ট্রাক নিয়ে নাটোর চিনিকলে প্রবেশ করে। এ সময় ১২ জন নিরাপত্তা প্রহরীকে চিনিকলের কারখানার বয়লার সেকশনের একটি রুমে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে কারখানার বিভিন্ন দামি যন্ত্রাংশ লুট করে চলে যায়।
ভোর সাড়ে ৪টার সময় নিরাপত্তাপ্রহরীদের আরেকটি দল কারখানায় এসে জিম্মি প্রহরীদের হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। এ সময় তাঁরা মিলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে নিরাপত্তা প্রহরীদের মিলের ভেতরে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এ বিষয়ে নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক প্রশাসন মো. আনোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ নিরূপণ সম্ভব হয়নি। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানতে পুলিশ কাজ শুরু করেছে।