শিরোনাম
হোয়াইট হাউসে স্বপ্নের বলরুম বানাচ্ছেন ট্রাম্প, ব্যয় ২০ কোটি ডলারমিছিলে মিছিলে এনসিপির সমাবেশে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা‘যেখানে পাবে সোজা গুলি করবে’, হাসিনার সঙ্গে তাপসের ফোনালাপসখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতকরানে ফিরতে শান্তকে কী পরামর্শ দিলেন কোচনৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টাইসিকে সামরিক ও দলীয় উর্দি পরা মেরুদণ্ডহীন কমিশন বললেন এনসিপির নাসীরফ্যাসিবাদ গিয়েছে, গণতন্ত্র এখনো আসেনি: নজরুল ইসলাম খানকুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫ছাত্রদলের সমাবেশ শুরু

মেসির দেহরক্ষী নিষিদ্ধ

মেসির দেহরক্ষী নিষিদ্ধ

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে লিওনেল মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকোকে লিগস কাপের বাকি অংশ থেকে বহিষ্কার করেছে আয়োজক কমিটি। পাশাপাশি জরিমানা গুনতে হচ্ছে ইন্টার মায়ামিকে। কত ডলার অর্থদণ্ড দেওয়া হয়েছে সেটি অবশ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে আটলাসের বিপক্ষে ম্যাচ শেষ হতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হলে হঠাৎ মাঠে ঢুকে পড়েন চুকো। পরিস্থিতি সামলাতে গিয়ে আটলাসের কয়েকজন খেলোয়াড়ের সংস্পর্শে আসেন তিনি। তাদের সরিয়ে দেন চুকো।

শৃঙ্খলা কমিটির বিবৃতিতে বলা হয়, ঘটনার পর তদন্ত শেষে চুকোকে সব টেকনিক্যাল এলাকা থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং ইন্টার মায়ামিকে জরিমানা করা হয়েছে। লিগস কাপের নিয়ম অনুযায়ী অনুমোদিত নিরাপত্তাকর্মীরাই শুধু মাঠে প্রবেশ করতে পারবে।

এর আগেও মেজর লিগ সকারের ম্যাচে সাইডলাইনে থাকার ওপর নিষেধাজ্ঞা ছিল চুকোর। যদিও তিনি ইন্টার মায়ামির নিরাপত্তা দলের সদস্য হিসেবেই কাজ চালিয়ে যাচ্ছিলেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button