শিরোনাম
ভারতের অর্থনীতি মৃত—ট্রাম্পের এই বক্তব্য খারিজ করে দিল তাঁর দেশের সব এআইভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে হিমাচল প্রদেশ—সুপ্রিম কোর্টের সতর্কবার্তাযুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএগুলশানে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা জানে আলম অপু রিমান্ডেমাদারীপুরে বালু তোলার ড্রেজার মেশিনে আগুন দিল উত্তেজিত জনতাকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ময়মনসিংহে ধর্ষণ মামলায় ২ আসামি গ্রেপ্তারবাংলাদেশি মডেল শান্তা ভারতে গুপ্তচরবৃত্তি করছিলেন কি না খতিয়ে দেখছে কলকাতা পুলিশসম্প্রচার প্রতিষ্ঠান ভারতীয়, পাকিস্তানে এশিয়া কাপ দেখা নিয়ে শঙ্কাভ্যানের জন্য দুই বন্ধু মিলে অপর বন্ধুকে খুন

সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ

সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফিরে এসেছেন একাধিক নাশকতা মামলার আসামি ও সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু। তাঁকে পুনরায় চেয়ারম্যান পদে বসানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ শুক্রবার (১ আগস্ট) দুপুরে সাধুরপাড়া দাসেরহাট বায়তুল আমান জামে মসজিদের সামনে ‘সাধুরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পুনরায় চেয়ারম্যান পদে বসানোর প্রতিবাদে আজ দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা
পুনরায় চেয়ারম্যান পদে বসানোর প্রতিবাদে আজ দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

বক্তারা বলেন, ২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা করেন। পরে ২০২৩ সালের ২০ জুন মাহমুদুল আলম বাবুকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কারাগার থেকে জামিনে বের হয়ে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন করেন বাবু। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আদালত ছয় মাসের জন্য সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন। ফলে ওই রায় অনুযায়ী তিনি মাত্র ২০ দিন চেয়ারম্যান পদে থাকতে পারবেন।

বক্তারা আরও অভিযোগ করেন, বাবুর বিরুদ্ধে একাধিক নাশকতা ও নারী নির্যাতনের মামলা রয়েছে। তাঁকে পুনরায় চেয়ারম্যান পদে দেখা এলাকার জন্য হুমকিস্বরূপ। তিনি আবার পরিষদে বসলে অন্যায়-অত্যাচার শুরু হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। দ্রুত সময়ের মধ্যে তাঁকে আবার বরখাস্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তারা আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য দেন মুফতি সাইফুল ইসলাম জামালপুরী, ইউপির সাবেক সদস্য ফেরদৌস খান আজাদ, শাহ আলম মুল্লুক খান, আব্দুল করিমসহ বিক্ষুব্ধ এলাকাবাসী।

উল্লেখ্য, মাহমুদুল আলম বাবু বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button