শিরোনাম
ভ্যানের জন্য দুই বন্ধু মিলে অপর বন্ধুকে খুনহবিগঞ্জে চা-বাগানের রাস্তায় গাছ ফেলে ট্রাকে ডাকাতিমির্জাপুরে অপহরণ করে চাঁদা দাবি, স্ত্রীসহ গ্রেপ্তার ৬মাঝ আকাশে ফ্লাইটে অসংলগ্ন আচরণে সহযাত্রীর চড়, তারপর থেকে নিখোঁজসুন্দরবন স্কয়ার মার্কেটকে ৩-৪ বছর আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়: ফায়ার সার্ভিসমায়ামির সঙ্গে কি নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচগাইবান্ধায় হাত-পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারপিএইচডি প্রোগ্রামে ভর্তি হলো প্রথম রোবট, চীনে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড়সেই শাহীদা পেলেন খাদ্যসামগ্রী, ভাতা কার্ডের আশ্বাস৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, গরম কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

ভাঙারি ব্যবসার আড়ালে গাঁজা চাষ

ভাঙারি ব্যবসার আড়ালে গাঁজা চাষ

কুমিল্লার চান্দিনা উপজেলায় ভাঙারি ব্যবসার আড়ালে বছরের পর বছর গোপনে গাঁজা চাষ করে আসছিলেন মো. লিটন (৪০) নামের এক ব্যক্তি। সবজির বাগানের ছায়ায় গাঁজার গাছ রোপণ করে নিয়মিতভাবে কাঁচা পাতা সংগ্রহ করলেও শেষ পর্যন্ত আইনের চোখ ফাঁকি দিতে পারেননি তিনি। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হাতেনাতে আটক হয়েছেন এই কথিত ভাঙারি ব্যবসায়ী।

গতকাল বৃহস্পতিবার রাতে চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের যুগপুকুরিয়া গ্রামে অবস্থিত তার ভাঙারি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের পেছনের সবজিবাগান থেকে বস্তাভর্তি গাঁজার কাঁচা পাতা উদ্ধার করে যৌথ বাহিনী। আটক মো. লিটন বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর দক্ষিণপাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে।

গাঁজার গাছসহ যৌথ বাহিনীর অভিযানে আটক লিটন। ছবি: আজকের পত্রিকা
গাঁজার গাছসহ যৌথ বাহিনীর অভিযানে আটক লিটন। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানের সামনের অংশে ভাঙারি ব্যবসা চালালেও পেছনে পুঁইশাক, পালংশাক, ঢ্যাঁড়সসহ নানা সবজির আড়ালে নিয়মিত গাঁজা চাষ করতেন লিটন। ফলের ক্যারেটকে টব হিসেবে ব্যবহার করে গাঁজার গাছ পরিচর্যা করতেন তিনি। প্রতি দুই মাস অন্তর গাছ থেকে কয়েক কেজি গাঁজার পাতা সংগ্রহ করে বিক্রি করতেন।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় অনেক দিন ধরেই তাঁর কার্যকলাপ নিয়ে সন্দেহ ছিল। তবে প্রমাণের অভাবে কেউ কিছু বলতে পারছিল না। অভিযানের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মো. লিটনকে আটক করে। অভিযানের সময় তাঁর দোকানের পেছন থেকে গাঁজার গাছ ও কাঁচা পাতা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে লিটন গাঁজা চাষ করে আসছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button