শিরোনাম
চাঁদা না পেয়ে ঘরে ঢুকে ব্যবসায়ীকে গুলিব‍্যাংকে হামলা চালানো সেই যুবদল নেতা দল থেকে বহিষ্কার‘নোবেল ডিজিজ’ কী, অনেক নোবেল বিজয়ী এই ‘রোগে’ আক্রান্ত হন কেনকিছু লোক বিদেশে টাকা পাচারের জন্যই কারখানা করেছেন: সাখাওয়াত হোসেনবিশ্ব চ্যাম্পিয়নশিপে আজ কেমন করলেন বাংলাদেশি দুই সাঁতারু‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু’: হাসপাতাল ভাঙচুর, ফটকে তালাগাজায় খাদ্যের খোঁজে দুই দিনে প্রাণ গেল শতাধিক ফিলিস্তিনির: জাতিসংঘজুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকেজাতীয় ঐক্য গড়তে হাজারো রাজবন্দীকে মুক্তি দিচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টধর্ষণের দিন হাকিমির স্ত্রী-সন্তান ছিলেন ছুটিতে, অভিযোগ নারীর

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

Ajker Patrika

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১২: ২২

Photo

প্রতীকী ছবি

চট্টগ্রামের পতেঙ্গায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে নগরীর পতেঙ্গার স্টিল মিল বাজারে এই ধর্ষণের অভিযোগ ওঠার পর তাঁকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পতেঙ্গা থানার পুলিশ।

গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলার অভিযুক্ত ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মো. ইব্রাহীমের (৪৪) বাড়ি পটিয়া উপজেলায় হলেও তিনি নগরের পতেঙ্গার স্টিল মিল বাজার এলাকায় থাকেন। পুলিশ বলছে, পতেঙ্গার খেজুরতলা এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন ইব্রাহীম। সেখান থেকে চাকরিচ্যুত হয়ে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন।

এ বিষয়ে পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ‘শিশুটিকে ইব্রাহীম প্রাইভেটে ধর্মীয় শিক্ষা দিতেন। সে সকালে তাঁর কাছে পড়তে গেলেও গত কয়েক দিন ধরে রাতে আসতে বলা হয়। বুধবার রাতে ওই শিশু তাঁর কাছে পড়তে যায়। সে সময় তিনি শিশুটিকে বলাৎকার করেন বলে পরিবার ও স্থানীয়দের অভিযোগ।’

ঘটনার পর স্থানীয়রা ইব্রাহীমকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নেয়। এ ঘটনায় শিশুটির পরিবার বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান এসআই ইমরান হোসেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button