কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু


সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। তাঁর আনুমানিক বয়স ২৪ বছর। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহীগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যান।
স্থানীয়রা জানান, ট্রেনের ধাক্কায় মাথা থেঁতলে যাওয়ায় নিহত ব্যক্তিকে চেনা যাচ্ছে না। পুলিশ খবর পেয়ে রাতেই লাশ নিয়ে গেছে।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে জানান, এখনো ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। লাশটি মর্গে রাখা হয়েছে।