শিরোনাম
ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক গ্রেপ্তারনগদ অ্যাকাউন্ট থেকে টাকা উধাও, থানায় জিডি গ্রাহকেরবিসিবির পরিচালনা বিভাগ থেকে কেন সরানো হলো শাহরিয়ার নাফীসকেসাইবার প্রতারণার সহজ শিকার ভারতীয়রা, গত বছর হারিয়েছে ২৩০০০ কোটি রুপিদুই ছেলেকে সঙ্গী করে নিজেকে নিয়েই মজা করলেন আমির খানশুল্ক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা তাঁর ধাত প্রমাণ করেছেন: জ্বালানি উপদেষ্টাপঞ্চগড়ে ৯ জনকে পুশ ইন করল বিএসএফসাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভআন্তদেশীয় বাণিজ্য বৃদ্ধিতে সোনামসজিদ স্থলবন্দরকে সম্প্রসারণ করা হবে: উপদেষ্টা সাখাওয়াতস্ক্রিন টাইমে নজর না দিয়ে শিশুর যেসব ক্ষতি করছেন

লিভারপুল ছেড়ে বায়ার্নে দিয়াজ

লিভারপুল ছেড়ে বায়ার্নে দিয়াজ

কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।

তাঁকে পেতে গত টাকা খরচ করতে হলো বায়ার্নকে, সেটা অবশ্য জার্মান দলটি প্রকাশ করেনি। তবে তাঁর পেছনে বায়ার্নের ৬ কোটি ৫৫ লাখ পাউন্ড খরচ হয়েছে বলে খবর জার্মান পত্রপত্রিকার। টাকার অঙ্কে যা ১ হাজার ৭৫ কোটি!

২০২২ সালে ৩ কোটি ৭০ লাখ পাউন্ডে পোর্তো থেকে লিভারপুলে এসেছিলেন লুইস দিয়াজ। অ্যানফিল্ডে দারুণ মানিয়ে নিয়েছিলেন। হয়ে উঠেছিলেন দলটির অপরিহার্য খেলোয়াড়। কিন্তু তাঁর পেছনে লেগেছিল বায়ার্ন। চলতি মাসের শুরুতে দিয়াজকে পাওয়ার জন্য ৫ কোটি ৮৬ লাখ পাউন্ডের একটা প্রস্তাবও দিয়েছিল বায়ার্ন। কিন্তু তাতে রাজি ছিল না অ্যানফিল্ডের দলটি। তবে অর্থের অঙ্ক বাড়িয়ে বায়ার্ন নতুন প্রস্তাব দিলে, সেটিকে আর ফেরায়নি লিভারপুল।

নতুন ক্লাব যোগ দেওয়ার পর লুইস দিয়াজ বলেন, ‘আমি খুব খুশি। বায়ার্নের অংশ হতে পারাটা আমার কাছে অনেক কিছু। বায়ার্ন বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটা।’ দলের দলের হয়েও সাফল্যের আকাঙ্ক্ষা কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি আমার খেলার ধরন ও ব্যক্তিত্ব দিয়ে নতুন দলকে সাহায্য করতে চাই। সম্ভাব্য সব শিরোপা জয় করাই আমার লক্ষ্য।’

লিভারপুলের হয়ে ১৪৮ ম্যাচ খেলেছেন লুইস, করেছেন ৪১ গোল। প্রিমিয়ার লিগ ছাড়াও জিতেছে ও এফএ কাপ ও লিগ কাপ।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button