শিরোনাম
রাউজানে খোন্দকারকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগ বিএনপির একাংশেরপ্রচারে আসছে ১৬ বছর আগের ইত্যাদিশাহজালাল ইসলামী ব্যাংকের নতুন মোবাইল অ্যাপ ‘শাহজালালটাচপে’ চালুডাকসুতে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকেগারো পাহাড়ের সীমান্ত এলাকা থেকে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য ও গরু জব্দপৃথিবীর প্রতি ইঞ্চি পরিবর্তন শনাক্ত করবে যুক্তরাষ্ট্র ও ভারতের উপগ্রহ ‘নিসার’সংসদে জুলাই সনদ অস্বীকারের সাহস কোন রাজনৈতিক দল করবে— প্রশ্ন সালাহউদ্দিনেরহেনরির হাতে লন্ডভন্ড জিম্বাবুয়ে১৫ আগস্টের মধ্যে চাকসুর তফসিল ঘোষণাকাউনিয়ায় আত্মীয়ের অস্ত্রের আঘাতে ছাত্রদল নেতা নিহত

বাঘাইছড়িতে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাঘাইছড়িতে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফের সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়ি সেনা রিজিওনের অধীন সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ রানা সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, সেনাবাহিনী অভিযানে ইউপিডিএফ পিছু হটে, পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ স্বয়ংক্রিয় অস্ত্র-গোলাবারুদ ও বিভিন্ন মালপত্র উদ্ধার করা হয়।

এর মধ্যে একটি একে-৪৭ রাইফেল, গাদাবন্দুক তিনটি, এলজি একটি, ম্যাগাজিন একটি, গুলি ছয়টি, খালি খোসা ৪২টি, ওয়াকিটকি সেট চারটি, স্পাই পেন ক্যামেরা তিনটি, চাঁদার রসিদ বই, ইউপিডিএফের পতাকা ও আর্ম ব্যান জব্দ করা হয়েছে।

জানতে চাইলে ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলা সমন্বয়ক অক্ষয় চাকমা দাবি করেন, মাচালং নরেন্দ্র কারবারিপাড়ায় ইউপিডিএফের কোনো কার্যক্রম নেই। সেনাবাহিনী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইউপিডিএফকে দায় দিচ্ছে, এটি সাজানো নাটক। স্থানীয়দের সঙ্গে কথা বললে আরও বিস্তারিত জানতে পারবেন।

এদিকে এ ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ বাঘাইহাট উজো বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button