শিরোনাম
রাউজানে খোন্দকারকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগ বিএনপির একাংশেরপ্রচারে আসছে ১৬ বছর আগের ইত্যাদিশাহজালাল ইসলামী ব্যাংকের নতুন মোবাইল অ্যাপ ‘শাহজালালটাচপে’ চালুডাকসুতে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকেগারো পাহাড়ের সীমান্ত এলাকা থেকে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য ও গরু জব্দপৃথিবীর প্রতি ইঞ্চি পরিবর্তন শনাক্ত করবে যুক্তরাষ্ট্র ও ভারতের উপগ্রহ ‘নিসার’সংসদে জুলাই সনদ অস্বীকারের সাহস কোন রাজনৈতিক দল করবে— প্রশ্ন সালাহউদ্দিনেরহেনরির হাতে লন্ডভন্ড জিম্বাবুয়ে১৫ আগস্টের মধ্যে চাকসুর তফসিল ঘোষণাকাউনিয়ায় আত্মীয়ের অস্ত্রের আঘাতে ছাত্রদল নেতা নিহত

রামুতে অস্ত্রসহ শাহীন বাহিনীর একজন আটক

রামুতে অস্ত্রসহ শাহীন বাহিনীর একজন আটক

কক্সবাজার জেলার পাহাড়ি জনপদ রামুর গর্জনিয়া থেকে মিয়ানমার সীমান্তে চোরাচালান চক্রের প্রধান ডাকাত শাহীন বাহিনীর থার্ড ইন কমান্ড নুরুল আবছারকে (৩৪) অস্ত্রসহ আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৮ জুলাই) দিবাগত ভোররাতে রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রাম থেকে নুরুল আবছারকে চারটি দেশীয় একনলা বন্দুক, একটি দেশীয় দোনলা বন্দুক, আট রাউন্ড গোলাবারুদ, ছয়টি খালি খোসাসহ আটক করে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি।

২১ জুলাই সীমান্তের জামছড়ি বিওপি কর্তৃক জব্দ করা ৯৬৬০ পিস বার্মিজ ইয়াবার মামলায় পলাতক আসামি ছিলেন নুরুল আবছার। তিনি গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামের ফরিদুল আলমের ছেলে।

ইতিপূর্বে নুরুল আবছার ২০২৪ সালের ১৪ মার্চ গর্জনিয়ার থিমছড়ি এলাকায় তালেব হত্যাকাণ্ডের সঙ্গে ডাকাত শাহীনের বাহিনীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে দাবি বিজিবির।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস জানান, সীমান্ত ও পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাহীনের গরু ও মাদক চোরাচালানে নুরুল আবছার অন্যতম সহযোগী। নুরুল আবছার ডাকাত শাহীনের মিয়ানমার থেকে আনা গরুর খামারের ম্যানেজার ছিলেন বলে জানা যায়। এ ছাড়া ডাকাত শাহীনের বর্তমান নানা এজেন্ডা বাস্তবায়নে জড়িত ছিলেন।

আটক নুরুল আবছারকে অবৈধ অস্ত্র, গোলাবারুদসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button