[ad_1]
কক্সবাজার জেলার পাহাড়ি জনপদ রামুর গর্জনিয়া থেকে মিয়ানমার সীমান্তে চোরাচালান চক্রের প্রধান ডাকাত শাহীন বাহিনীর থার্ড ইন কমান্ড নুরুল আবছারকে (৩৪) অস্ত্রসহ আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৮ জুলাই) দিবাগত ভোররাতে রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রাম থেকে নুরুল আবছারকে চারটি দেশীয় একনলা বন্দুক, একটি দেশীয় দোনলা বন্দুক, আট রাউন্ড গোলাবারুদ, ছয়টি খালি খোসাসহ আটক করে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি।
২১ জুলাই সীমান্তের জামছড়ি বিওপি কর্তৃক জব্দ করা ৯৬৬০ পিস বার্মিজ ইয়াবার মামলায় পলাতক আসামি ছিলেন নুরুল আবছার। তিনি গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামের ফরিদুল আলমের ছেলে।
ইতিপূর্বে নুরুল আবছার ২০২৪ সালের ১৪ মার্চ গর্জনিয়ার থিমছড়ি এলাকায় তালেব হত্যাকাণ্ডের সঙ্গে ডাকাত শাহীনের বাহিনীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে দাবি বিজিবির।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস জানান, সীমান্ত ও পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাহীনের গরু ও মাদক চোরাচালানে নুরুল আবছার অন্যতম সহযোগী। নুরুল আবছার ডাকাত শাহীনের মিয়ানমার থেকে আনা গরুর খামারের ম্যানেজার ছিলেন বলে জানা যায়। এ ছাড়া ডাকাত শাহীনের বর্তমান নানা এজেন্ডা বাস্তবায়নে জড়িত ছিলেন।
আটক নুরুল আবছারকে অবৈধ অস্ত্র, গোলাবারুদসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]