শিরোনাম
গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্তহোয়াটসঅ্যাপে এআই নিয়ে আপত্তি, মেটার বিরুদ্ধে তদন্তে ইতালিনান্দাইলে বন্ধুর বাসায় বন্ধু খুনইউক্রেনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩ইতিহাসে ষষ্ঠ বৃহত্তম ভূমিকম্পে সুনামি পরিস্থিতি, সাবমেরিন কেবল ও ক্লাউড কি নিরাপদডিসি আসবেন বলে বিদ্যালয়ের মাঠে রাতারাতি হয়ে গেল রাস্তাতাবলিগ জামাতের দুই গ্রুপের বিবাদ নিরসনে কমিটি গঠন করছে সরকার: ধর্ম উপদেষ্টা১০২ এসিল্যান্ডকে প্রত্যাহারআগামীকাল খসড়া সনদ রাজনৈতিক দলগুলোকে দেওয়ার আশা করছি: আলী রীয়াজকাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, ডুবে গেছে ঝুলন্ত সেতু

চাঁদপুরে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁদপুরে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর পৌর বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান লস্করকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আব্দুল মান্নান লস্কর মতলব উত্তর চেঙ্গারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদুরভিটি গ্রামের ফজর আলী লস্করের ছেলে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির উদ্দিন আহমেদ খান বলেন, গ্রেপ্তার আব্দুল মান্নান লস্কর বর্তমান পৌর বিএনপির সহসভাপতি, উপজেলা ও জেলা বিএনপির সদস্য। এ ছাড়া তিনি ছেঙ্গারচর বাজার বণিক সমিতির সভাপতি।

চাঁদপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে আব্দুল মান্নানকে মতলব উত্তর উপজেলার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘আব্দুল মান্নানের বিরুদ্ধে সোমবার আহম্মদ উল্লাহ নামের এক ব্যবসায়ী থানায় চাঁদাবাজি ও দলবলসহ হত্যার হুমকির অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ (মঙ্গলবার) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button