শিরোনাম
কোটালীপাড়ায় সওজের জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদঅ্যাকশনএইডে চাকরির সুযোগ, বেতন ৫৫,৬৩৪জাফলংয়ে নদীতে ডুবে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধারছাত্রদের মুরুব্বি-কর্তৃপক্ষ বানানোর দায় কিছুটা প্রধান উপদেষ্টার নেওয়া উচিত: দুদু৫ আগস্ট ঘিরে দেশের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টাসরকার একটি দলের পৃষ্ঠপোষকতা করছে, অভিযোগ জাপারআবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৬ আগস্টস্টামফোর্ড ইউনিভার্সিটিতে ফোরাম অ্যান্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিতখালেদা জিয়া নির্বাচন করবেন: আবদুল আউয়াল মিন্টু২ হাজার কোটি টাকা চাঁদাবাজি হয়েছে, চাঁদাবাজদের নাম প্রকাশ করুন: সরকারকে ফারুক

ভাগনেকে না পেয়ে বৃদ্ধ মামাকে এলোপাতাড়ি গুলি

ভাগনেকে না পেয়ে বৃদ্ধ মামাকে এলোপাতাড়ি গুলি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শামসুদ্দোহা (৬৫) নামের এক বৃদ্ধকে এলোপাতাড়ি গুলি করা হয়েছে। গতকাল সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ রহিম মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শামসুদ্দোহা উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার মৃত পিয়ার আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

অভিযোগ উঠেছে তারাব পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিকুল ইসলাম ও তার ভাগনে সাকিব এ হামলা চালিয়েছেন। শফিকুল ইসলাম জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাকিব উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিবের সঙ্গে উপজেলা যুবলীগের সদস্য রিপনের লোকজনের সংঘর্ষ হয়। সেই সময় শফিকুলও তার ভাগনের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়ান। এতে তিনি পায়ে গুরুতর জখম হয়। ৫ আগস্টের পর থেকে সে ঘটনার ক্ষতিপূরণ বাবদ রিপনের পরিবারের কাছে টাকা চেয়ে আসছেন যুবদল নেতা শফিকুল।

গত সোমবার রাতে রিপনকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে তার মামা শামসুদ্দোহাকে এলোপাতাড়ি গুলি করে শফিকুল ও তার ভাগনে সাকিব। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।  

এ ঘটনায় অভিযুক্ত জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শামসুদ্দোহা নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button