৫ আগস্ট ঘিরে দেশের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


আগামী ৫ আগস্ট ঘিরে দেশে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টকে কেন্দ্র করে দেশে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’
গত ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিশেষ অভিযানের বিষয় বলা হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এটা ডিএমপির কমিশনারকে জিজ্ঞেস করেন। তিনি সেটার বিষয়ে ভালো বলতে পারবেন।’