জাফলংয়ে নদীতে ডুবে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বালু উত্তোলন করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ
বুধবার (৩০ জুলাই) সকালে জাফলংয়ের নয়াবস্তি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম হরে কৃষ্ণ চন্দ্র দাস (৪৮)। তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার খলাপাড়া এলাকার মৃত দরুশি চন্দ্র দাসের ছেলে। বালু শ্রমিকের কাজ করার সূত্রে দীর্ঘদিন ধরে তিনি জাফলংয়ের কালিনগর এলাকায় বসবাস করে আসছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে স্থানীয়রা নদীতে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার এসআই ওবায়দুল্লাহ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবীর হোসেন শ্রমিকের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবার কৃষ্ণ চন্দ্র দাস জাফলংয়ের পিয়াইন নদীতে বালু কাজ করতে যান। এ সময় একপর্যায়ে হঠাত করে নৌকা থেকে নদীতে পড়ে যান তিনি। এরপর থেকে নিখোঁজ ছিলেন।