শিরোনাম

দুঃখের বিষয়, এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

দুঃখের বিষয়, এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজির ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।। তিনি বলেছেন, ‘আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি। কিন্তু দুঃখের বিষয়, এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে। আমাদের লাখ লাখ কর্মী ও নেতার দরকার নেই। যাঁরা তেলবাজি ও সেলফিবাজি করছেন, তাঁদের দরকার নেই।’

আজ সোমবার ময়মনসিংহ মহানগরীর টাউন হল মাঠে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন হাসনাত।

হাসনাত বলেন, ‘আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি। কিন্তু দুঃখের বিষয়, এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের লাখ লাখ কর্মী ও নেতার দরকার নেই। যাঁরা তেলবাজি ও সেলফিবাজি করছেন, তাঁদের দরকার নেই। আগে ঘর ঠিক করতে হবে।’

হাসনাত আবদুল্লাহ কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রত্যেক ইউনিয়নে গিয়ে মানুষের কাছে এনসিপির প্রয়োজনীয়তা বোঝাতে হবে। সংগঠন শক্তিশালী করতে হবে। উৎসুক জনতা দিয়ে আমাদের লাভ নেই। ঐক্যবদ্ধভাবে সবকিছু মোকাবিলা করতে হবে। বাংলাদেশ গড়ার জন্য আমাদের জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে।’

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে ‘জুলাই সনদ ও ঘোষণাপত্র’ আদায়ে কোনো ‘টালবাহানা’ বরদাশত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন। তিনি ময়মনসিংহে ৪১ জন শহীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘তাঁদের জীবনের বিনিময়ে আমরা নতুন দেশ পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আজও পাইনি।’

তিনি ময়মনসিংহবাসীকে সঙ্গে নিয়ে সেই ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং বিগত সরকারের কঠোর সমালোচনা করে বলেন, এখানে অবকাঠামোগত উন্নয়ন নেই, ব্রহ্মপুত্র নদকে মেরে ফেলা হয়েছে। বিগত সরকার শুধু মানুষের ক্ষতি করেনি, নদকেও ধ্বংস করেছে।

এ সময় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রবিন প্রমুখ। সমাবেশে জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি ময়মনসিংহের প্রধান বাস্তবায়নকারী মো. ইকরাম এলাহী খান, যুগ্ম বাস্তবায়নকারী অ্যাডভোকেট এ টি এম মাহবুব আলম, মাহমুদুল হাসান সোহেল মোজাম্মেল, সদস্য ফুয়াদ খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ময়মনসিংহ পৌঁছে এনসিপির নেতারা জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে নগরীর শহীদ সাগর চত্বর থেকে একটি পদযাত্রা বের করেন নেতা–কর্মীরা।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button