শিরোনাম
এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয়পুলিশের সুনাম-দুর্নাম এসআইদের ওপর নির্ভর করে: ডিএমপি কমিশনারড. মাহাথির মোহাম্মদের সঙ্গে পিএইচপি চেয়ারম্যানের সাক্ষাৎআগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনইবি ছাত্র সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিসাগরপথে ইউরোপে যান সবচেয়ে বেশি বাংলাদেশিনওগাঁ সদরেই হচ্ছে বিশ্ববিদ্যালয়, জমি অধিগ্রহণে অনুমোদনকলেজছাত্রীর প্রেমে টানে মাদারীপুরে চীনের যুবক, টিকটকের পরিচয় গড়ালো বিয়েতে‘এই ১০ কেজি চাউল না হয় ১০ দিন খামো, এরপরে…?’রাজশাহীতে ‘চাঁদাবাজদের’ তালিকায় নাম নিয়ে জামায়াতের আপত্তি

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত আয়া মাসুমার সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত আয়া মাসুমার সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

Ajker Patrika

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত আয়া মাসুমার সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি 

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৫: ৫১

Photo

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত আয়া মাসুমার সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত আয়া মাসুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিমানবাহিনীর সদস্যরা। আজ সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে মাসুমার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিমানবাহিনীর ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল।

পুষ্পস্তবক অর্পণ শেষে কবর জিয়ারত এবং দোয়া ও মোনাজাত করেন। পরে মাসুমার বাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। একই সঙ্গে স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিমানবাহিনীর পক্ষে দোয়া ও মোনাজাত করা হয়।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত আয়া মাসুমার সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত আয়া মাসুমার সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা। ছবি: আজকের পত্রিকা

এ সময় বিমানবাহিনীর রাডার ইউনিট বরিশালের সহ-অধিনায়ক উইং কমান্ডার সরোয়ার জাহান বলেন, ‘মাসুমার মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর জন্য সমবেদনা জানাচ্ছি। নিহত মাসুমার পরিবারকে যত রকমের সহযোগিতা প্রয়োজন রয়েছে, আমরা তা করব। এ ব্যাপারে বাংলাদেশ বিমানবাহিনী আন্তরিকভাবে চেষ্টা করে যাবে। আমরা তাদের পাশে আছি।

এ সময় উপস্থিত ছিলেন বিমানবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বোরহানউদ্দিন থানার ওসি মুহাম্মদ সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা। এদিকে একই সময়ে ভোলা আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মাসুমার কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন।

উল্লেখ্য, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হওয়া মাসুমা (৩৮) পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। তিনি মাইলস্টোন স্কুলে আয়ার কাজ করতেন। গতকাল রোববার ভোররাতে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। পরে সকাল সাড়ে ৯টায় মোল্লারহাট গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button