শিরোনাম

ইংল্যান্ডের হ্যান্ডশেক প্রস্তাবে ভারতের রাজি না হওয়ার কারণ কী

ইংল্যান্ডের হ্যান্ডশেক প্রস্তাবে ভারতের রাজি না হওয়ার কারণ কী

স্কোরকার্ডে লেখা থাকবে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ড্র হয়েছে। কিন্তু যাঁরা খেলা দেখেছেন, তাঁরা নিশ্চয়ই বুঝতে পারবেন ভারতের কাছে এই ড্রয়ের মাহাত্ম্য কতটুকু। ম্যাচ ড্র হওয়ার আগে ঘটেছে নাটকীয় ঘটনাও। যেখানে ইংল্যান্ডের প্রস্তাবে ভারত নারাজ ছিল।

ম্যানচেস্টারে গতকাল ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টের পঞ্চম দিনের খেলা শেষ হতে তখনো বাকি এক ঘণ্টার মতো খেলা। ভারতের দ্বিতীয় ইনিংসের ১৩৮তম ওভার শেষের পর ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসসহ জো রুট, হ্যারি ব্রুকরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেন। আম্পায়ারের সঙ্গে স্টোকসকে বারবার কথা বলতে দেখা গেছে। ইংলিশ অধিনায়ক তখন ভারতের দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের সঙ্গে হ্যান্ডশেক করতে চেয়েছিলেন। কিন্তু সুন্দর-জাদেজা তাতে রাজি হননি।

ক্যামেরার লেন্সও তখন তাক করা হয়েছে গ্যালারিতে বসে থাকা ভারতীয় অধিনায়ক শুবমান গিলের দিকে। গিলের চেহারাতেও বোঝা যায়, তিনি এতে সন্তুষ্ট নন।

স্টোকসের প্রস্তাব দেওয়ার সময় জাদেজা ও সুন্দরের স্কোর ছিল ৮৯ ও ৮০ রান। এখান থেকে জাদেজা তুলে নিয়েছেন পঞ্চম টেস্ট সেঞ্চুরি। সুন্দর যখন ইনিংসের ১৪৩তম ওভারের শেষ বলে দুই রান নিয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন, তখনই ড্র ঘোষণা করা হয়। দ্বিতীয় ইনিংসে ১৪৩ ওভারে ৪ উইকেটে ভারত ৪২৫ রান করেছে। যেখানে সফরকারীদের লিড ১১৪ রানের। ম্যাচ শেষেও থেকে গেছে জাদেজা-সুন্দরকে দেওয়া স্টোকসের সেই ‘হ্যান্ডশেক’ প্রস্তাবের ঘটনা। ম্যাচ শেষে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর বলেন, ‘কেউ যদি ৯০ আর ৮৫ রানে ব্যাটিং করে, তাদের কি সেঞ্চুরিটা প্রাপ্য নয়? ইংল্যান্ডের কেউ যদি এমন মাইলফলকের সামনে থাকত, তারা কি খেলা ছেড়ে দিত? আমাদের ব্যাটাররা প্রতিকূল পরিস্থিতি সামলে সেঞ্চুরিটা তুলে নিয়েছে। কাউকে এখানে খুশি করতে আসিনি।’

৩১১ রানে পিছিয়ে থেকে ভারত ওল্ড ট্রাফোর্ডে শুরু করে দ্বিতীয় ইনিংসের খেলা। এখানে ২২২ রানেই সফরকারীরা হারায় চতুর্থ উইকেট। পঞ্চম উইকেটে সুন্দর-জাদেজা ২০৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছেড়েছেন। ভারতের দুই অলরাউন্ডারের বীরত্বপূর্ণ ব্যাটিংয়ের প্রশংসা করেছেন স্টোকস। ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘জুটিটা (জাদেজা-সুন্দর জুটি) অবিশ্বাস্য খেলেছে। আমার মতে সেঞ্চুরি করে অপরাজিত থেকে দলকে একটি কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করার চেয়ে ৮০-৯০ রানে অপরাজিত থেকে শেষ করায় অনেক বেশি সন্তুষ্টি কাজ করে। এটা তো আপনি দলের স্বার্থেই করেছেন।’

দিনের যখন এক ঘণ্টার মতো খেলা বাকি, তখনই কেন হ্যান্ডশেক করতে চাইলেন—এমন প্রশ্নের উত্তরে স্টোকস জানিয়েছেন, ম্যাচের ফল যখন সবারই জানা, তখন খেলে লাভ কী! ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আপনি তো জানেন, তখন একটা মাত্র ফলই হতে যাচ্ছে। বিন্দুমাত্র ফল পরিবর্তনের কোনো সুযোগ নেই। ডসন বোলিং করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। তার পায়ে টান পড়েছে। শেষ আধা ঘণ্টা-এক ঘণ্টার জন্য মূল বোলারদের নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চাইনি।’

স্টোকস ফল বলতে যে ড্রয়ের দিকে ইঙ্গিত করেছেন, সেটা না বললেও চলছে। আর শেষ পাঁচ ওভার ইংল্যান্ডের দুই খন্ডকালীন স্পিনার জো রুট ও হ্যারি ব্রুক ভাগাভাগি করে করেছেন। ভারতের দ্বিতীয় ইনিংসে সুন্দর (১০১*), জাদেজার (১০৭) পাশাপাশি সেঞ্চুরি করেছেন গিলও (১০৩)। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড এখন ২-১ ব্যবধানে এগিয়ে। পঞ্চম টেস্ট লন্ডনের ওভালে শুরু হবে বৃহস্পতিবার।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button