শিরোনাম

দশমিনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দশমিনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুকুরে ডুবে আমেনা বেগম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলার আলীপুর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আমেনা পূর্ব আলীপুর গ্রামের মোমিন হাওলাদরের মেয়ে।

জানা গেছে, আজ সন্ধ্যার সময় আমেনা বাড়ির পুকুর ঘাটে যায়। তার ঘরে ফিরে আসতে দেরি দেখে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখা হয়। স্বজনেরা তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম আজকের পত্রিকাকে বলেন, আমেনা বেগমের লাশ থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন চাচ্ছে না ময়নাতদন্ত হোক।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button