শিরোনাম
গণমাধ্যমকর্মীদের নীতিমালা প্রত্যাখ্যান করল আরএফইডি, সংশোধনের আহ্বানগাজীপুরে নৌকা ডুবে নিখোঁজ ৩ বন্ধুর লাশ উদ্ধারইরানি বিক্ষোভকারীর সঙ্গে বন্ধুত্বে বেঁচে ফেরেন মার্কিন, প্রতিদান দেন তিনিওকাবার পাশে ফিলিস্তিনি পতাকা তোলায় হজযাত্রী আটক, নিন্দার ঝড়লন্ডনে ট্রান্স অধিকার কর্মীদের বিক্ষোভে ‘অস্ত্র ধরার’ ডাকপানছড়িতে গুলিতে যুব ফোরাম নেতা নিহত, অভিযোগ জেএসএসের বিরুদ্ধেদুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরের‍্যাব পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে সোনা-অর্থ লুটের অভিযোগএনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থানায়পাবনায় প্রকাশ্য দিবালোকে নিজের বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপাল দুর্বৃত্তরা

আদালত চত্বরেই সাক্ষীকে পেটাল আসামিপক্ষ

আদালত চত্বরেই সাক্ষীকে পেটাল আসামিপক্ষ

ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে একটি হত্যা মামলার সাক্ষ্য দিয়ে ফেরার পথে সাক্ষী আব্দুল মান্নান চুন্নু মৃধা (৫৫) হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ দুপুরে আদালত চত্বরেই মামলার আসামিপক্ষ লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেদম মারধর করে বলে অভিযোগ করেছেন তিনি।

চুন্নু মৃধা নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া গ্রামের সাবেক ইউপি সদস্য।

চুন্নু মৃধা জানান, আজ বেলা ২টার দিকে রুবেল গাজী হত্যা মামলায় সাক্ষ্য দিয়ে আদালত ভবন থেকে বের হওয়ার পরই তিনি হামলার শিকার হন। তাঁর গ্রামের অভিযুক্ত আসামি অহিদুল, সোহেল মাঝিসহ ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে তাঁর ওপর হামলা করেন। হামলাকারীরা লোহার হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেদম পেটান। তাঁর মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়। লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত আদালত ভবনের ভেতরে এনে প্রাথমিক সেবা দেন। পরে পুলিশের সহায়তায় তাঁকে ঝালকাঠি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া প্রায় সম্পন্ন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ভুক্তভোগীর পরিবার জানায়, চুন্নু মৃধা ছিলেন রুবেল গাজী হত্যা মামলার একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী। এ কারণে তাঁকে অনেক দিন ধরেই হুমকি-ধমকি দিয়ে আসছেন আসামিরা। আদালতের মতো নিরাপত্তাবেষ্টিত এলাকায় এমন হামলার ঘটনায় তাঁরা আতঙ্কিত।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button