শিরোনাম

ধামইরহাট থেকে চুরি হওয়া ট্রাক ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২

ধামইরহাট থেকে চুরি হওয়া ট্রাক ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২

Ajker Patrika

ধামইরহাট থেকে চুরি হওয়া ট্রাক ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৬: ৩৬

Photo

উদ্ধার করা ট্রাক ও গ্রেপ্তার দুই যুবক। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর ধামইরহাটের টিএনটি এলাকার ভাই ভাই বেডিং স্টোরের সামনে থেকে চুরি হওয়া একটি ট্রাক ঢাকার মধুমতী মডেল টাউন থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট বাকিদেরও গ্রেপ্তারের প্রস্তুতি চলছে। আজ রোববার দুপুরে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌরসভার দক্ষিণ চকযদু এলাকার আব্দুল খালেকের ছেলে আবু ইউসুফ (২৪) ও জয়পুরহাটের কালাই উপজেলার নানাহার গ্রামের জাহিদুল ইসলামের ছেলে তাইফুল ইসলাম (৩৫)। উদ্ধার করা ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

ট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতে হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।

ওসি ইমাম জাফর বলেন, ‘শনিবার (১৯ জুলাই) ভোরে উপজেলার টিএনটি এলাকা থেকে একটি ট্রাক চুরি হয়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হলে ওই চক্রের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শনিবার (২৬ জুলাই) ভোরে ঢাকার মধুমতী মডেল টাউন থেকে চুরি হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়।’

ওসি আরও বলেন, ‘এই চক্র দলবদ্ধভাবে কাজ করে। একজন চুরি করার পর হাত বদল করে অন্য একজনকে দেয়। তারা আবার কিছু দূর গিয়ে আরেকজনকে দেয়। গাড়ির নম্বরপ্লেট পরিবর্তন করে। এভাবে চুরি করা ট্রাকটি হাতবদলের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। পরে বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করে সেই অর্থ তাঁরা সংগ্রহ করত।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button