শিরোনাম

গত ১৭ বছর শিক্ষকদের ভোটে সিল মারার কাজে লাগানো হয়েছে: সেলিম ভূঁইয়া

গত ১৭ বছর শিক্ষকদের ভোটে সিল মারার কাজে লাগানো হয়েছে: সেলিম ভূঁইয়া

বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, গত ১৭ বছর শিক্ষকদের ভোটে সিল মারার কাজে লাগানো হয়েছে। আর নিরীহ শিক্ষকদের নানাভাবে অসম্মানিত করা হয়েছে। তাই শিক্ষকদের সম্মান ফেরাতে সবাইকে কাজ করতে হবে।

আজ শনিবার দুপুরে শেরপুর শহরের জিকে পাইলট উচ্চবিদ্যালয়ের হলরুমে জেলা শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেলিম ভূঁইয়া এসব কথা বলেন।

সেলিম ভূঁইয়া বলেন, অনেক পেশার মানুষ নষ্ট হলে জাতির কিছু ক্ষতি হয়। কিন্তু শিক্ষক নষ্ট হয়ে গেলে দেশের সর্বনাশ হয়। নীতি ও নৈতিকভাবে শিক্ষকদের উৎকৃষ্ট হতে হবে।

জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক মো. মুহসীন আলী আকন্দের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন, প্রেসিডিয়াম সদস্য এ কে এম আব্দুল আওয়াল, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্যসচিব অধ্যক্ষ মো. মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ মো. হযরত আলী, যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিক্ষক সমিতির সদস্যসচিব মো. আজহার আলী। অনুষ্ঠানে শেরপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

সম্মেলন অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের কাছে শিক্ষকদের নানা সমস্যা তুলে ধরেন এবং নতুন কমিটি ঘোষণার জন্য নানা বিষয়ে আলোচনা করা হয়।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button