শিরোনাম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টাখুলনায় ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১সৈয়দপুরে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, খুনি গ্রেপ্তারগ্রিন ইউনিভার্সিটির উদ্যোগে দুই দিনব্যাপী স্ট্র্যাটেজিক সামিট অনুষ্ঠিতমাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কীহালুয়াঘাটে ৬ ডায়াগনস্টিক সেন্টারকে ৯০ হাজার টাকা জরিমানাবিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিতজুলাই গণঅভ্যুত্থানে মূল লক্ষ্য ছিল ‘অভ্যন্তরীণ পরাধীনতামুক্ত’ রাষ্ট্র গঠন: ফরহাদ মজহারআবার নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা-কর্মী বহিষ্কার

ইন্টেলে চাকরি হারাচ্ছেন ২৪ হাজার কর্মী, বাতিল হচ্ছে বড় প্রকল্প

ইন্টেলে চাকরি হারাচ্ছেন ২৪ হাজার কর্মী, বাতিল হচ্ছে বড় প্রকল্প

বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল তাদের ইতিহাসের অন্যতম বড় পুনর্গঠনের পথে হাঁটছে। মার্কিন এই কোম্পানি ২০২৫ সালের মধ্যে প্রায় ২৪ হাজার কর্মী ছাঁটাই করবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। খরচ কমাতে এবং কোম্পানিটিকে লাভজনক করতে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিপ-বু টানের নেতৃত্বে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বাজারে পিছিয়ে পড়া ইন্টেল এখন আগের অতিরিক্ত ব্যয়ের ধারা থামাতে চাইছে।

২০২৪ সালের শেষে ইন্টেলের বৈশ্বিক কর্মীর সংখ্যা ছিল ১ লাখের কিছু বেশি। তবে ২০২৫ সালের মধ্যে সেই সংখ্যা কমে প্রায় ৭৫ হাজারে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ, প্রতিষ্ঠানটির আকার প্রায় ২৫ শতাংশ ছোট হয়ে যাবে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ছাঁটাই ও ব্যবসা গুটিয়ে নেওয়ার কাজ শুরু করেছে ইন্টেল।

ইউরোপের জার্মানি ও পোল্যান্ডে নতুন করে মাল্টিবিলিয়ন ডলারের চিপ কারখানা নির্মাণের পরিকল্পনা সম্পূর্ণ বাতিল করেছে ইন্টেল। আগে এসব প্রকল্প স্থগিত রাখা হলেও এখন পুরোপুরি গুটিয়ে নেওয়া হচ্ছে। তবে পোল্যান্ডে ইন্টেলের বিদ্যমান গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এখনই বন্ধ হচ্ছে না।

কোস্টারিকা, যা এত দিন ইন্টেলের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল, সেখানেও বড় পরিবর্তন আসছে। অ্যাসেম্বলি ও টেস্টিং কার্যক্রম এখান থেকে সরিয়ে নেওয়া হবে ভিয়েতনামে। তবে, ইঞ্জিনিয়ারিং ও করপোরেট ফাংশনের মতো অন্য বিভাগে এখনো প্রায় ২ হাজার কর্মী কোস্টারিকায় কাজ চালিয়ে যাবেন।

যুক্তরাষ্ট্রের ওহাইওতে একটি বড় কারখানা নির্মাণের কাজ ধীরগতিতে এগোবে। ইন্টেল জানিয়েছে, বাজারের চাহিদা অনুযায়ী এই বিনিয়োগের গতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে স্থানটি এখনো কোম্পানির বিনিয়োগ তালিকায় আছে।

গত কয়েক মাসে ইন্টেল একাধিক ‘নন-কোর’ বা অপ্রধান ব্যবসা গুটিয়ে নিচ্ছে। এর মধ্যে রয়েছে তাদের অটোমোটিভ চিপ ইউনিট এবং রিয়েলসেন্স বিভাগ, যা কম্পিউটার ভিশন প্রযুক্তি নিয়ে কাজ করছিল।

এই পুনর্গঠন প্রক্রিয়া বেশ ব্যয়বহুল হচ্ছে ইন্টেলের জন্য। চলতি প্রান্তিকে ছাঁটাই ও কাঠামোগত পরিবর্তনের পেছনে ব্যয় হয়েছে প্রায় ১ দশমিক ৯ বিলিয়ন ডলার। এর ফলে প্রায় ২ দশমিক ৯ বিলিয়ন ডলার নিট লোকসান গুনতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। যদিও সামগ্রিক রাজস্ব স্থির রয়েছে ১২ দশমিক ৯ বিলিয়ন ডলারে।

পিসি চিপ বিক্রিতে সামান্য পতন দেখা গেছে। ডেটা সেন্টার থেকে আয় বেড়েছে মাত্র ৪ শতাংশ, আর অন্য কোম্পানির জন্য চিপ নির্মাণ করে যে ‘ফাউন্ড্রি’ ব্যবসা চালানো হয়, সেটি বেড়েছে ৩ শতাংশ।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে ও দ্য ভার্জ



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button