শিরোনাম
আদিবাসী অঞ্জলী শীল এখন কীভাবে নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করবেন১৪টি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টাসৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদএশিয়া কাপ কবে-কোথায়, জানালেন এসিসি সভাপতিএশিয়া কাপের আগে ‘ছোট দলের’ বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ, কারণ…চট্টগ্রামে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ভারতে ব্যবসায়িক পরিবারে উত্তরাধিকার দ্বন্দ্ব‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে আটক ১২ জনের বিরুদ্ধে মামলা‘চীনপন্থী’ এমপিদের অপসারণে তাইওয়ানের সংসদে বিতর্কিত ভোটওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার ব্যাংক ও কাস্টমসের সামষ্টিক ব্যর্থতা: এনবিআর চেয়ারম্যান

সুইডেনে ডালার্না ইউনিভার্সিটি বৃত্তি

সুইডেনে ডালার্না ইউনিভার্সিটি বৃত্তি

সুইডেনে ডালার্না ইউনিভার্সিটি বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

১৯৭৭ সালে ডালার্না বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। রাজধানী স্টকহোম থেকে ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ১৬ হাজার শিক্ষার্থী রয়েছেন। সুইডিশ কাউন্সিল ফর হায়ার এডুকেশনের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদনকারীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে টিউশন ফি সম্পূর্ণ মওকুফ ও কিছু কিছু ক্ষেত্রে আংশিক মওকুফ করা হবে। টিউশন ফির বাইরে অন্যান্য খরচের ৫০ শতাংশ বৃত্তির আওতায় থাকবে। দেশটির বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচয় ও উদ্‌যাপনের সুযোগ থাকবে।

আবেদনের যোগ্যতা

প্রার্থীকে নন-ইইউ বা ইইএ শিক্ষার্থী হতে হবে। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। ইংরেজিতে দক্ষতার প্রমাণ হিসেবে টোফেল সর্বনিম্ন ৯০ অথবা আইইএলটিএস সর্বনিম্ন ৬.৫ অথবা ৬ থাকতে হবে। তবে কিছু প্রোগ্রামের জন্য ৭ স্কোর দরকার হতে পারে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

অনলাইন আবেদনপত্র, পাসপোর্টের স্ক্যান কপি, স্নাতক ডিগ্রির ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি, আপডেট করা জীবনবৃত্তান্ত (সিভি), ইংরেজি দক্ষতার সনদ, ব্যক্তিগত বিবৃতি, প্রেরণা পত্র ও সুপারিশপত্র।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

ডেটা সায়েন্স, বিজনেস ইন্টেলিজেন্স, বিজনেস স্টাডিজ, ডেমোক্রেসি, সিটিজেনশিপ অ্যান্ড চেঞ্জ, এনার্জি ইফিশিয়েন্ট বিল্ট এনভায়রনমেন্ট, সোলার এনার্জি ইঞ্জিনিয়ারিং, ইংরেজি লিঙ্গুইস্টিকস ও লিটারেচার স্টাডিজ, ইকোনমিকস, গ্লোবাল সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ ও ট্যুরিজম ডিসটিনেশন ডেভেলপমেন্ট।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button