শিরোনাম

রাস্তার মোড়ে নৌকা টাঙিয়ে গ্রেপ্তার আ.লীগ কর্মী

রাস্তার মোড়ে নৌকা টাঙিয়ে গ্রেপ্তার আ.লীগ কর্মী

Ajker Patrika

রাস্তার মোড়ে নৌকা টাঙিয়ে গ্রেপ্তার আ.লীগ কর্মী

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ২০: ৩০

Photo

কুড়ারপাড় বাজারে বাঁশ ও কাপড় দিয়ে বানানো নৌকাটি রাস্তার মোড়ে টাঙানো হয়। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ময়নাল হক (৩৫) নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠেছে, বাঁশ ও কাপড় দিয়ে বানানো নৌকা রাস্তার মোড়ে টাঙিয়েছেন তিনি।

গ্রেপ্তার ময়নাল উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ারপাড় এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কুড়ারপাড় বাজারে বাঁশ ও কাপড় দিয়ে বানানো একটি নৌকা বাঁশের আগায় টাঙিয়ে দেন ওই এলাকার বারেক (৫৫) ও ময়নাল হক (৩৫)। তাঁরা দুজন আওয়ামী লীগের কর্মী। তাঁরা নৌকার সঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা স্লোগান ও নিজেদের ছবি ডিজিটাল ব‍্যানারে প্রিন্ট করে ঝুলিয়ে দেন। আজ সকালে নৌকা টাঙানোর বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছবি দেখে ময়নালকে গ্রেপ্তার করে নৌকাটি থানায় নিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের হয়েছে। আজ দুপুরে তাঁকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। অপর ব‍্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button