শিরোনাম
‘প্রথমেই দেখি এক শিশুর ছিন্নভিন্ন দেহ’, এক শিক্ষার্থীর বয়ানে মাইলস্টোনের বিভীষিকাড. ইউনূসের মানহানি মামলা খারিজের রায় বহালদেশে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মুনাফায় ধসজোয়ারের পানিতে তলিয়ে গেছে কুতুবদিয়ার বিভিন্ন এলাকাঢাকার মাদ্রাসা-ই-আলিয়ায় অস্থায়ী আদালত অপসারণ ও হলের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদনাগরিক সেবা নিশ্চিতের লক্ষ্যে পাথরঘাটা পৌরসভা ঘেরাওপ্রথম শতভাগ কার্যকর এইচআইভির ওষুধ, অনুমোদন দিল যুক্তরাষ্ট্রকুপিয়ে স্বামীকে হত্যা, ভারতে পালানোর চেষ্টায় ছিলেন পাপিয়াএশিয়া কাপে আছেন সাকিবও!গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি ইসরায়েলের, আকাশপথেও ফেলা হচ্ছে সামগ্রী

অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে দুই চোর ধরা

অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে দুই চোর ধরা

টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকশা চুরি করতে গিয়ে দুই চোরকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ওয়ার্শী ইউনিয়নের দেউলি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুই ব্যক্তি হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রোরকা গ্রামের আব্দুল কাদেরের ছেলে ফজলুল ইসলাম জাহিদ এবং শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুলা গ্রামের আইয়ুব আলীর ছেলে রুবেল মিয়া।

পুলিশ ও এলাকাবাসী জানান, বিকেলে এক চালক খাগুটিয়া বাজারে একটি দোকানের সামনে অটোরিকশা রেখে দোকানের ভেতরে পানি খেতে যান। এ সুযোগে চোরেরা অটোরিকশা চুরি করে পালানোর চেষ্টা করে। চালক ফিরে এসে অটোরিকশা না দেখে বিভিন্নজনকে ফোনে জানালে স্থানীয় লোকজন সতর্ক হয়। পরে দেউলি ব্রিজ এলাকায় অটোরিকশাসহ দুই চোরকে ধরে ফেলে জনতা। এ সময় অন্য একজন পালিয়ে যায়। পরে আটক দুই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়।

মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোয়েব সাম্স আল রশিদ জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button