ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮০


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তাঁর বাড়ি চট্টগ্রামে। এ সময় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮০ জন।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৩৩ জন ডেঙ্গু রোগী।
এ ছাড়া একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩০, খুলনা বিভাগে ২৫, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন, রাজশাহী বিভাগে ৩৯ ও রংপুর বিভাগে চারজন রয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ হাজার ৬২৫ জন। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৩০৮ জন। অন্যরা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ৭০ জন। তার মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিন ও জুন মাসে ১৯ জন মারা গেছে। মার্চ মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।