শিরোনাম

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এইচএসসি পরীক্ষার্থী নিহত

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এইচএসসি পরীক্ষার্থী নিহত

Ajker Patrika

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এইচএসসি পরীক্ষার্থী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ২০: ২১

Photo

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম রাকিবুল হাসান। এ ঘটনায় অপর আরোহী তাঁর বন্ধু আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উল্লাপাড়া উপজেলার মোহনপুর বাজারসংলগ্ন সালসাদী ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রাকিবুল হাসান সিরাজগঞ্জ পৌরসভা এলাকার রহমতগঞ্জ মহল্লার শফিকুল ইসলাম শফির ছেলে। তিনি এইচএসসি পরীক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, রাকিবুল হাসান ও তাঁর এক বন্ধু উল্লাপাড়ার উধুনিয়া এলাকায় ঘুরতে এসেছিলেন। ঘোরাঘুরি শেষে বিকেলে মোটরসাইকেলে তাঁরা বাড়িতে ফিরছিলেন।

আব্দুল হালিম আরও বলেন, ‘ওই দুই বন্ধু মোহনপুর বাজারসংলগ্ন সালসাদী ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাকিবুল হাসান মারা যান এবং তাঁর বন্ধু আহত হন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তাঁদের পরিবারকে জানানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button