শিরোনাম
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানাল বিএনপিপ্রতিবাদের মুখে শিবিরের প্রদর্শনী থেকে সরানো হলো দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবিসে আমার জীবন শেষ করেছে—কার কথা বললেন পুতিনের কথিত কন্যা‘আমরা চেয়েছি পদত্যাগ, আপনি করেছেন দেশত্যাগ’এশিয়া কাপে আফগানিস্তান দলে নেই বাংলাদেশের ‘আতঙ্ক’জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন পুনর্গঠনআন্দোলনে যারা রাস্তায় ছিল, তারাই জুলাইয়ের আসল মাস্টারমাইন্ড: প্রকাশনা উৎসবে বক্তারাপাকিস্তানের সিন্ধু নদ পানিশূন্য, বাস্তুচ্যুত ১২ লাখ মানুষখুলনায় চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যাজুলাই গণ-অভ্যুত্থান দিবসে খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘বিজয়যাত্রা’

জীবনের গল্প শোনাবেন মাহতিম শাকিব

জীবনের গল্প শোনাবেন মাহতিম শাকিব

ধারাবাহিকভাবে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন সংগীতশিল্পী মাহতিম শাকিব। অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলেও প্রকাশ করছেন গান। এবার আরও একটি ইউটিউব চ্যানেল নিয়ে আসছেন তিনি। ‘মাহতিম অন দ্য মাইক’ নামের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন মানুষের জীবনের গল্প শোনাবেন তিনি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রা শুরু হচ্ছে নতুন এই ইউটিউব চ্যানেলটির।

নতুন এই চ্যানেলটি নিয়ে মাহতিম শাকিব বলেন, ‘আমার গানের একটা চ্যানেল আছে। এটা অন্য রকম হবে। সবার একটা গল্প থাকে। নতুন এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো মানুষের জীবনের গল্প শোনানো। সেই গল্পগুলো বিভিন্ন মাধ্যমে বলা যায়। নাটকের মাধ্যমে বলা যায়, ইন্টারভিউয়ের মাধ্যমেও তুলে ধরা যায়। আবার ছবি এঁকে, আবৃত্তি করে, গানের মাধ্যমেও সম্ভব। আরও কিছু ব্যাপার নিয়ে আমরা কাজ করতে চাই মাহতিম অন দ্য মাইকে।’

নতুন চ্যানেলটির বাইরে মাহতিম শাকিব চ্যানেলটি নিয়েও বেশ কিছু পরিকল্পনা করছেন জানান এই সংগীতশিল্পী। সম্প্রতি সম্প্রতি প্রকাশ পেয়েছে মাহমিত শাকিবের গাওয়া ‘সুইসাইড নোট’ শিরোনামের গান। এটি লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। ভিডিও বানিয়েছেন মনিরুল ইসলাম।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button