খুমেক হাসপাতালে ডেঙ্গু ও করোনা রোগী বাড়ছে


খুলনায় করোনা ও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আজ শনিবার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে হাসপাতালে মোট পাঁচজনের করোনা শনাক্ত হলো।
অপর দিকে বর্তমানে খুমেক হাসপাতালে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আটজন।
বিষয়টি নিশ্চিত করে ফোকাল পারসন ও হাসপাতালের আরএমও খান আহমেদ ইশতিয়াক আজকের পত্রিকাকে জানান, হাসপাতালে বর্তমানে করোনা রোগী ভর্তি আছেন চারজন। এর মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।
অর্থাৎ এ পর্যন্ত খুলনায় শনাক্ত হওয়া ও ভর্তি রোগীদের মধ্যে বেশির ভাগই নারী। সবশেষ আজ শনিবার র্যাপিড অ্যান্টিজেন টেস্টে যে একজনের করোনা শনাক্ত হয় (১৮)তিনি খুলনা জেলার তেরখাদা উপজেলার বাসিন্দা।