শিরোনাম
৮৩ আসনে সংক্ষুব্ধদের শুনানি শুরু ২৪ আগস্টরামপুরায় তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যুইসলাম যাদের ভালোবাসতে উৎসাহিত করেছেইসরায়েলি এমপিকে দেশে ঢুকতে না দিয়ে অস্ট্রেলিয়া বলল, ‘তোমাকে এখানে চাই না’রিয়াদসহ ৬ অঞ্চলে কৃত্রিম বৃষ্টিপাতের প্রক্রিয়া শুরু করছে সৌদি আরবজাতীয় মানমাত্রার তিনগুণের বেশি বায়ু দূষণ, সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণালজ্জাজনক হারের পর নেইমারদের কোচ বরখাস্ত, লজ্জিত নেইমারওপ্রবাসীর জমি দখলে বাধা দেওয়ায় স্ত্রীকে মারধর, হামলাকারীরা বিএনপির সঙ্গে যুক্তচট্টগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৫বন্ধুদের খাওয়াতে ৭০ হাজার ললিপপ অর্ডার ৮ বছরের শিশুর

দীপিকাকে সমর্থন করে যা বললেন সোনাক্ষী

দীপিকাকে সমর্থন করে যা বললেন সোনাক্ষী

দক্ষিণী অভিনেতা প্রভাসের বিপরীতে ‘স্পিরিট’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল দীপিকা পাড়ুকোনকে। বড় অঙ্কের পারিশ্রমিকের সঙ্গে দীপিকা শর্ত জুড়ে দিয়েছিলেন আট ঘণ্টার বেশি কাজ করবেন না, যা মেনে নেননি নির্মাতা। ফলে সিনেমা থেকে সরে আসতে হয়েছে দীপিকাকে। এরপর এ নিয়ে শুরু হয়েছে তর্কবিতর্ক। প্রশ্ন উঠেছে, কাজের নির্দিষ্ট সময়সীমা নিয়ে। অনেকে অভিনেত্রীর সঙ্গে একমত পোষণ করলেও কেউ কেউ আবার এমন দাবিকে অযৌক্তিক বলছেন। এবার এ নিয়ে কথা বললেন সোনাক্ষী সিনহা। দীপিকাকে সমর্থন জানিয়ে সোনাক্ষী জানালেন, প্রত্যেকের নিজের জন্য সময় দরকার।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে সোনাক্ষী বলেন, ‘এটা খুবই ন্যায্য দাবি। আমি এমন অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, যাঁরা আট ঘণ্টার বেশি কাজ করেন না। তাহলে অভিনেত্রীদের ক্ষেত্রেইবা বিষয়টা অন্য রকম হবে কেন?’

সোনাক্ষী আরও বলেন, ‘১৫ বছর ধরে কাজ করছি। বুঝেছি, নিজের জন্য সময় বের করা জরুরি। যদি আমি এমন কোনো সিনেমা করি, যেখানে আমাকে অত্যন্ত ফিট থাকতে হবে, তাহলে জিমে যাওয়ার জন্য আমার প্রতিদিন ২ ঘণ্টা প্রয়োজন হবে। আপনি যদি আমাকে ১২ থেকে ১৪ ঘণ্টা সেটে রাখেন, তবে আমি এটি করতে পারব না। তবে শরীরচর্চা করার প্রয়োজন না হলে আমি প্রয়োজনে ১০-১২ ঘণ্টা কাজ করতে রাজি। তবে সেটা একান্ত প্রয়োজন হলে তবেই করব।’

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সোনাক্ষীর ‘নিকিতা রায়’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন সোনাক্ষীর ভাই কুশ এস সিনহা। ২৭ জুন মুক্তি পাবে সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, অর্জুন রামপাল প্রমুখ।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button