শিরোনাম
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টাফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন, রায়ে অসন্তুষ্ট স্বজনেরাসার্জেন্ট দেখে গাড়ি টান দেয় কিশোর হেলপার, চাপা পড়া নারীর ঢামেকে মৃত্যুশাজাহানপুরে দুই ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মৃত্যু: জামিন পেলেন এসআই আকবরআগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর২৬ দিন পর অপহৃত ছাত্রীকে উদ্ধার, তরুণ গ্রেপ্তারপ্রধানমন্ত্রী, বিচারপতি, গভর্নর, খতিব—অনেকে দুর্নীতির কারণে দেশ ছেড়েছেন: দুদক চেয়ারম্যানচলতি বছর মব সন্ত্রাসে নিহত ১১১ জন: আসক৩ দফা দাবিতে রাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের অবস্থান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভুলবশত ভারতে ঢুকে পড়া বিজিবি সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভুলবশত ভারতে ঢুকে পড়া বিজিবি সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তে ভুলবশত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন মো. মতিউর রহমান নামের এক বিজিবি সদস্য। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২১ জুন) রাত পৌনে ১০টার দিকে জহুরপুর বেলপাড়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিজিবি সদস্যকে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

বিজিবি সূত্র জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে জহুরপুরটেক ক্যাম্পের ল্যান্স নায়েক মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়ণপুর গ্রামের চরাঞ্চলে টহলে যান। এ সময় কাশবনের মধ্যে মহিষ অনুসরণ করতে গিয়ে তিনি ভুল করে ভারতের পিরোজপুর এলাকায় ঢুকে পড়েন। এটি ভারতের ৭১ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন নুরপুর সীমান্ত অঞ্চল। তিনি আনুমানিক তিন কিলোমিটার ভেতরে ঢুকে যান।

বিষয়টি বুঝতে পেরে তিনি নিকটবর্তী বিএসএফ পিরোজপুর ক্যাম্পকে অবগত করেন। পরে দুই বাহিনীর মধ্যে যোগাযোগের ভিত্তিতে রাত ১০টার দিকে শূন্যরেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ৫৩ বিজিবির ২৩/৭-এস পয়েন্টে ওই বৈঠকে বিএসএফ বিজিবি সদস্যকে হস্তান্তর করে।

এ বিষয়ে লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, ‘ভুলবশত আমাদের এক সদস্য সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন এবং মোবাইল ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আমরা বিএসএফকে বিষয়টি জানালে রাতেই তারা আমাদের সদস্যকে ফিরিয়ে দেয়।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button