শিরোনাম
মেসিবিহীন মায়ামি এবার চূর্ণ-বিচূর্ণদিনাজপুর মেডিকেল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভইচ্ছা হলেই নয়, ত্বক বুঝে ব্যবহার করুন ফেসওয়াশপবিপ্রবিতে দুই কর্মকর্তার বিরুদ্ধে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগচাঁদপুর সিভিল সার্জনের কার্যালয়ে ২১০ জনের চাকরির সুযোগগরুদের জ্যাজ মিউজিক শোনাচ্ছেন যুক্তরাজ্যের কৃষকেরা, কিন্তু কেনএক বছরে আইফোনের ব্যাটারি হেলথ কতটুকু কমেপাকিস্তানের বিপক্ষে ৬ বছরের জয়খরা কাটল ওয়েস্ট ইন্ডিজেরফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণএবার ডানার ফ্ল্যাপ বিকল, ২৬২ যাত্রীসহ রোমে আটকা বিমানের ড্রিমলাইনার

পরমাণু কর্মসূচি বন্ধ করবে না ইরান

পরমাণু কর্মসূচি বন্ধ করবে না ইরান

ইরানের পারমাণবিক সংস্থা মার্কিন হামলার নিন্দা জানিয়েছে, বলেছে তাদের পরমাণু শিল্প বন্ধ হবে না।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের পারমাণবিক সংস্থা দেশটির তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে এবং তাদের পরমাণু কর্মসূচি ‘কখনোই’ বন্ধ না করার অঙ্গীকার করেছে।

ইরানের পারমাণবিক প্রযুক্তি তদারকি করা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান (এইওআই) জানিয়েছে, তিনটি মূল স্থান—ফোরদো, নাতানজ এবং ইস্পাহান—আজ রোববার ভোরে ‘বর্বর হামলার’ শিকার হয়েছে বলে রাষ্ট্র-অধিভুক্ত ইরনা সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে।

সংস্থাটি এই হামলাগুলোকে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের সম্প্রসারণ রোধ চুক্তি (এনপিটি) পরিপন্থী। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে (আইএইএ) এই ঘটনায় ‘জড়িত থাকার’ অভিযোগ করছে ইরান।

ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের প্রতি সমর্থন জানাতে এবং মার্কিন হামলার নিন্দা জানাতে আহ্বান জানিয়েছে। তারা অঙ্গীকার করেছে, ‘এই জাতীয় শিল্পের (পরমাণু) অগ্রগতি…কখনোই থামতে দেবে না।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button