শিরোনাম
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টাফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন, রায়ে অসন্তুষ্ট স্বজনেরাসার্জেন্ট দেখে গাড়ি টান দেয় কিশোর হেলপার, চাপা পড়া নারীর ঢামেকে মৃত্যুশাজাহানপুরে দুই ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মৃত্যু: জামিন পেলেন এসআই আকবরআগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর২৬ দিন পর অপহৃত ছাত্রীকে উদ্ধার, তরুণ গ্রেপ্তারপ্রধানমন্ত্রী, বিচারপতি, গভর্নর, খতিব—অনেকে দুর্নীতির কারণে দেশ ছেড়েছেন: দুদক চেয়ারম্যানচলতি বছর মব সন্ত্রাসে নিহত ১১১ জন: আসক৩ দফা দাবিতে রাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের অবস্থান

ইরানের ফোরদো ‘শেষ’, দাবি ট্রাম্পের

ইরানের ফোরদো ‘শেষ’, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্য়ালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হামলার পর সব মার্কিন যুদ্ধবিমান নিরাপদে ইরানি আকাশসীমা ত্যাগ করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়েছে, ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে অত্যন্ত সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’

তিনি আরও দাবি করেন, ফোরদো স্থাপনায় ‘সম্পূর্ণ অস্ত্রবোঝাই বোমা’ ফেলা হয়েছে। তাঁর ভাষায়, ‘সব বিমান এখন দেশে ফেরার পথে। আমাদের বীর মার্কিন যোদ্ধাদের অভিনন্দন। বিশ্বের আর কোনো সেনাবাহিনী এমন অভিযান চালাতে পারত না। এখন শান্তির সময়।’

তবে এই দাবি কতটা সত্য, তা এখনও নিরপেক্ষ কোনো সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। ইরান বা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ওপেন-সোর্স ইন্টেল নাকে একটি ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার দিয়েছেন। যেখানে বলা হয়েছে, কড়া নিরাপত্তায় ঘেরা ফোর্ডো পারমাণবিক স্থাপনাটি ‘শেষ’ না ধ্বংস হয়ে গেছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই যাচাই না করা ও ভুল তথ্যভিত্তিক উৎস থেকে তথ্য শেয়ার করার জন্য পরিচিত।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button